অরিঞ্জয় বোস: ১৯ নভেম্বর বিশ্বকাপ ফাইনাল (World Cup Final)। মেগাফাইনালের পারদ চড়তে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে আহমেদাবাদে বসবে তারকাদের মেলা। রোহিত-ব্রিগেডকে উৎসাহ দিতে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উপস্থিত থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।
নিউজিল্যান্ডকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মাটি ধরিয়ে ফাইনালের ছাড়পত্র জোগাড় করেছে টিম ইন্ডিয়া। সব নজর এবার আহমেদাবাদে।
১২ বছর আগে শেষ বার বিশ্বকাপ ঘরে তুলেছিল ভারত। সেই সময়ে ‘দেশনায়ক’ ছিলেন মহেন্দ্র সিং ধোনি। তার পরে গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে গিয়েছে। বিশ্বকাপ ঘরে আসেনি। এবার সেই বদনাম ঘোচানোর সুযোগ এসেছে। রোহিতদের জন্য প্রার্থনা শুরু করে দিয়েছে গোটা দেশ। দেশের শ্বাসপ্রশ্বাসে টিম ইন্ডিয়া।
[আরও পড়ুন: ODI World Cup 2023: ‘দেশের স্বার্থে প্লিজ চোখ বেঁধে রাখুন ফাইনালে’, এমন হুঁশিয়ারি কেন দেওয়া হল বচ্চনকে?]
আগামী রবিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উপস্থিত থাকবেন সমাজের হুজ হুরা। রাজনৈতিক ব্যক্তিত্বদেরও উপস্থিত থাকার কথা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতি ফাইনালের গ্ল্যামার এবং গুরুত্ব বহুগুণে বাড়িয়ে তুলবে। সেই সঙ্গে মেগাফাইনালের নিরাপত্তাও বাড়ানো হবে বহুগুণে, তা বলাই বাহুল্য।
চলতি বিশ্বকাপে স্বপ্নের ফর্মে রয়েছে টিম ইন্ডিয়া। এখনও পর্যন্ত দশে দশ করেছে ভারত। এতটা দাপটের সঙ্গে কোনও টুর্নামেন্টে খেলতে দেখা যায়নি ভারতীয় দলকে। রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দলের ছবিটাই বদলে গিয়েছে। মাঠে নেমে আগ্রাসী ব্যাটিং করছেন ব্যাটাররা। বল হাতে প্রতিপক্ষের রাতের ঘুম কেড়ে নিচ্ছেন রোহিতের বোলাররা। গোটা দেশের আশা, ভারতের এই স্বপ্নের দৌড় অব্যাহত থাকুক ফাইনালেও।