সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেমিফাইনালের ছাড়পত্র আগেই পেয়ে গিয়েছে ভারত। রবিবারের ভারত-নেদারল্যান্ডস (India vs Netherlands) ম্যাচ কার্যত নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে।সেমিফাইনালের আগে ভারতের তারকা ক্রিকেটারদের কি বিশ্রাম দেওয়া হবে? দেখে নেওয়া হবে রিজার্ভ বেঞ্চের শক্তি? ডাচদের বিরুদ্ধে নামার আগে ভারতের হেড কোচ রাহুল্য দ্রাবিড় (Rahul Dravid) অবশ্য ইঙ্গিত দিয়েছেন ভারতের প্রথম একাদশে কোনও রকম পরিবর্তন করা হবে না। উইনিং কম্বিনেশন বদল করা হবে না।
[আরও পড়ুন:টসেই বাজল বিদায় ঘণ্টা, ইডেনে ম্যাচের শুরুতেই ছিটকে গেল পাকিস্তান]
সাংবাদিক বৈঠকে রাহুল দ্রাবিড়কে বলতে শোনা গিয়েছে, ”শেষ ম্যাচের পরে আমরা ৬ দিনের বিশ্রাম পেয়েছি। প্রত্যেকেই ভালো ছন্দে রয়েছে। সেমিফাইনালের আগে আর রয়েছে একটি ম্যাচ। ছেলেরা বিশ্রাম পেয়ে গিয়েছে। তরতাজা। এটাই আমি বলতে চাই।”
ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিয়েছে ভারত। বিরাট কোহলি ইশ্বরকে ছোঁন সেঞ্চুরি করে। ডাচদের বিরুদ্ধে কি আসবে আরও একটি সেঞ্চুরি। ওয়ানডে ফরম্যাটে ৫০-তম শতরানের মালিক কি রবিবারই হবেন কোহলি?
এই ম্যাচের বল গড়ানোর আগেই কোহলি বন্দনায় মেতে ওঠেন নেদারল্যান্ডসের ক্রিকেটার বিক্রমজিৎ সিং। তিনি বলেছেন, ”কে না ভালোবাসে বিরাট কোহলিকে? বিরাট কোহলি চলমান এক কবিতা। এভাবেই আমি দেখি।”