সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়াংখেড়েতে উন্মোচিত হয়েছে শচীন তেণ্ডুলকরের (Sachin Tendulkar) মূর্তি। এই উপলক্ষে ওয়াংখেড়েতে বসেছিল চাঁদের হাট। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে থেকে শুরু করে একঝাঁক রাজনীতিবিদের উপস্থিতিতে উন্মোচিত হয়েছে মাস্টার ব্লাস্টারের মূর্তি।
শেন ওয়ার্নকে মারা একটি শটের অনুকরণে তৈরি করা হয়েছে মূর্তিটি। ২২ ফুট উচ্চতার মূর্তিটি বানিয়েছেন মহারাষ্ট্রেরই এক শিল্পী।
[আরও পড়ুন: ICC World Cup 2023: শ্রীলঙ্কার ক্রিকেটের সবচেয়ে বড় চিয়ারলিডার প্রয়াত, কালো আর্মব্যান্ড পরে শ্রদ্ধা কুশলদের]
বুধবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে ফিরে এল ভক্তদের সেই পরিচিত ‘শা-চী-ন, শা-চী-ন’ ধ্বনি। মাস্টার ব্লাস্টার সোশাল মিডিয়ায় লিখেছেন, ”এই ছবিটা আমার হৃদয়ে জায়গা করে নিয়েছে। ১০ বছরের একটা বাচ্চা ছেলে ২৫ জন ভক্তের জন্য ২৪টি উইকেট নিয়ে ঢুকেছিল নর্থ স্ট্যান্ডে। সেখান থেকে আইকনিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্ট্যাচু উন্মোচন। পুরোদস্তুর একটা বৃত্ত সম্পূর্ণ হল। আমাদের আনন্দসূচক ধ্বনি, আমাদের বন্ধুত্ব এবং বছরের পর বছর ধরে নর্থস্ট্যান্ড গ্যাংয়ের সমর্থন আমি মনে রাখব। ওয়াংখেড়েতে ফ্যান হিসেবে আমি প্রথম পা রেখেছিলাম। সেখান থেকে ১৯৮৭ বিশ্বকাপে বল বয় হিসেবে ওয়াংখেড়েতে পা রেখেছিলাম। ২০১১ সালের বিশ্বকাপ হাতে তুলেছিলাম এই ওয়াংখেড়েতেই। জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলাম এখানেই। এটা একটা পরিক্রমা, ভাষায় যা প্রকাশ করার নয়। এই স্ট্যাচু কেবলমাত্র আমার নয়। এই স্ট্যাচু উৎসর্গ করছি আমার সমস্ত নন স্ট্রাইকার, আমার ক্রিকেট হিরো, প্রতিটি সতীর্থ, প্রত্যেক সদস্য, যারা আমার পাশে দাঁড়িয়েছে সবসময়ে, ওরা না থাকলে এই সফর সম্ভবই হতো না। ওয়াংখেড়ে এবং ক্রিকেট, তোমরা অত্যন্ত সদয়।”