ভারত: ৩২৬/৫ (কোহলি-১০১*, শ্রেয়স-৭৭)
দক্ষিণ আফ্রিকা: ৮৩/১০ (জানসেন-১৪, জাদেজা-৩৩/৫)
২৪৩ রানে জয়ী ভারত
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিহাস সাক্ষী। ইডেন কাউকে খালি হাতে ফেরায় না। এবারও মিলে গেল সেই প্রবাদবাক্য। এবার দুহাত উজাড় করে বিরাট কোহলিকে ভরিয়ে দিল ক্রিকেটের নন্দনকানন। আর সেই সঙ্গে বিশ্বকাপে আরও একটি জয়ের সাক্ষী রইল ভারতবাসী।
ঘরের মাঠে বিশ্বকাপ (ODI World Cup 2023) আয়োজনের অ্যাডভান্টেজ হোম টিম যে পেয়ে থাকে, তা সত্যি। তবে চলতি টুর্নামেন্টে একেবারে ধরা-ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে টিম ইন্ডিয়া। ভারতের বিজয়রথ ছুটেই চলেছে। কোনও বাধাই যেন তাদের সামনে বাধা নয়। উলটো দিক থেকে উড়ে আশা সব তীরকে অপ্রতিরোধ্য ভঙ্গিতে নস্যাৎ করে দিচ্ছেন রোহিত শর্মারা। প্রতিপক্ষকে থোড়াই কেয়ার। তা সে অন্যদের বিরুদ্ধে যতই দুর্দান্ত পারফর্ম করে থাকুক না কেন। লিওনেল মেসি যেমন প্রতিপক্ষের সামনে অতি মানবিক রূপ ধারণ করেন, ঠিক একইরকম ভাবে টিম ইন্ডিয়া যেন ভিনগ্রহের দল হয়ে উঠেছে এই টুর্নামেন্টে। তাই জন্যই তো আট ম্যাচের আটটিই তাদের পকেটে। তাও আবার একপেশে ভাবে।
[আরও পড়ুন: সর্বনাশ! প্রতারণার জালে প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া, খোয়ালেন ৩৩ লক্ষ টাকা]
কানায় কানায় ভর্তি ইডেনে এদিন টস জিতে ব্যাটিং নেন রোহিত শর্মা (Rohit Sharma)। নিজের প্রিয় ক্রিজে পা রেখেই চার-ছক্কা হাঁকাতে থাকেন হিটম্যান। ৪০ রানে তিনি ফিরতেই সব ক্যামেরা ঘুরে যায় বিরাট কোহলির এন্ট্রির দিকে। আর বাকিটা? ইতিহাস। যেন নজির গড়তে নিজের জন্মদিনটাকেই সংরক্ষিত রেখেছিলেন তিনি। ১৩৫ কোটির ভারতবর্ষকে গর্বিত করে মাস্টার ব্লাস্টারের রেকর্ড ভরলেন ঝুলিতে। ১০১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি। তাঁর যোগ্য সঙ্গী হয়ে ওঠেন শ্রেয়স। ৭৭ রান করে প্রোটিয়াদের সামনে বড় লক্ষ্য স্থির করে দিতে সাহায্য করেন।
জবাবে ভারতীয় বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করেন কুইন্টন ডি ককরা। শুধু বিরাট বিক্রমই নয়, ইডেনে উপস্থিত দর্শকরা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন রবীন্দ্র জাদেজার জাদুও। ৯ ওভারে ৩৩ রান দিয়ে পাঁচটি উইকেট তুলে নেন তিনি। মহম্মদ শামি এবং কুলদীপ যাদবও জোড়া উইকেট নেন। আর এই বিধ্বংসী বোলিংয়েই ২১.৭ ওভারে ৮৩ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।
লিগে ভারতের বাকি আর একটা ম্যাচ। সে ম্যাচে জিতলে অপরাজিত হিসেবে সেমিফাইনালে পৌঁছে যাবে টিম ইন্ডিয়া। ম্যাচ শেষে শ্রেয়স বলছিলেন, “আমাদের আর তিনটে ম্যাচ বাকি। এই ধারাবাহিকতাই বজায় রাখতে হবে।” ভারতীয় তারকার আত্মবিশ্বাসই যেন বলে দিল, বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে নিজেদের ফেভারিট ভাবতে আর দ্বিধা করছে না দল।