shono
Advertisement

ODI World Cup 2023: ‘১৯ নভেম্বরের পরে ভাবব’, শেষ চারের লড়াইয়ের আগে কেন এমন বললেন রোহিত?

জেনে নিন আসল কারণ।
Posted: 09:39 PM Nov 14, 2023Updated: 09:48 PM Nov 14, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজেকে নিয়ে ভাবার সময় নেই ভারত অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma)। তিনি এখন বুধবারের ম্যাচ নিয়েই বেশি চিন্তিত। ১৯ নভেম্বরের পরে বিশ্বকাপে নিজের পারফরম্যান্স নিয়ে চিন্তাভাবনা করবেন হিটম্যান।
সেমি-যুদ্ধের আগে এমনটাই জানিয়েছেন ভারত অধিনায়ক। ১৯ নভেম্বর বিশ্বকাপ ফাইনাল। দলকে ফাইনালে তোলাই এখন রোহিতের প্রধান লক্ষ্য। তবে ফাইনালের আগে রয়েছে আরও একটি যুদ্ধ। সেটা সেমিফাইনাল। রোহিত ব্রিগেড তৈরি।  

Advertisement

[আরও পড়ুন: কুলদীপ-ঘূর্ণি সামলাতে জানেন উইলিয়ামসন, শেষ চারের আগে সতর্কবার্তা সানির]

চলতি বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছেন রোহিত। ৯টি ম্যাচে তাঁর সংগ্রহ ৫০৩ রান। সামনে থেকে দলকে নেতৃত্বও দিচ্ছেন তিনি। তাঁর নেতৃত্বের প্রশংসা করছেন প্রাক্তন ক্রিকেটাররাও। কেউ কেউ বলছেন, ড্রেসিং রুমের পরিবেশ হালকা রাখছেন রোহিত। দলের সতীর্থরাও খোলামেলা হয়ে মাঠে খেলতে পারছেন।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে রোহিতের দিকে উড়ে আসে তাঁর পারফরম্যান্স নিয়ে প্রশ্ন। জবাবে হিটম্যান বলেছেন, ”নিজের পারফরম্যান্স নিয়ে চিন্তাভাবনা করার মতো সময় এই মুহূর্তে নেই। এখন ফোকাস খেলার উপরে। ১৯ নভেম্বরের পরে নিজের জার্নি  নিয়ে ভাবতে বসব। দলের জন্য কাজটা সম্পূর্ণ করতে চাই এখন।”
কিউয়িদের বিরুদ্ধে নামার আগে রোহিত অবশ্য নিউজিল্যান্ডের প্রশংসা করেছেন। ব্ল্যাক ক্যাপসদের অন্যতম শৃঙ্খলাপরায়ণ দল বলেছেন রোহিত। বাকিটা দেখা যাবে ওয়াংখেড়ের বাইশ গজে। 

[আরও পড়ুন: চাপ কাটাতে বড় অস্ত্র ‘সিক্রেট ফ্যাশন শো!’ টিম ইন্ডিয়ার সাফল্যের কারণ জানালেন রোহিত]

 

 
 
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement