Advertisement

একই বাইকে সওয়ার দুই সারমেয়-সহ ৭ জন! ভাইরাল ভিডিও

05:26 PM Sep 01, 2019 |

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটি বাইকে সাধারণত দুই বা তিনজন যাওয়াই শ্রেয়। কিন্তু সে নিয়ম আর মানছেন ক’জন? পরিবর্তে বাইকে অনেক সময় একইসঙ্গে চারজনকেও চড়ে বসতে দেখা যায়। তা দেখে খুব একটা অবাক হই না আমরা। কিন্তু তা বলে বাইকে একইসঙ্গে সাতজন? আবার দুটি পোষ্যও, কী করে সম্ভব? এ পর্যন্ত পড়ে অবাক হওয়াই স্বাভাবিক। এ আবার হয় নাকি, প্রশ্নও মাথাচাড়া দেওয়া অসম্ভব নয়। আপনি অবাক হলেও, এটাই বাস্তব। সম্প্রতি এমনই একটি ভাইরাল ভিডিও দেখলে আপনার ভাবনাচিন্তা বদলে যাবে।

Advertisement

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

[আরও পড়ুন: বন্ধুত্ব হোক এমনই, খুদের ভাঙা পা সারাতে প্লাস্টার প্রিয় পুতুলকেও]

সম্প্রতি ১৫ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। যে ভিডিওটিতে দেখা যাচ্ছে এক ব্যক্তি বাইক চালিয়ে যাচ্ছেন। আরোহীদের দেখে আপনার চোখ কপালে উঠবে। গাড়ির সামনে বসে রয়েছে দুজন।  তারা বাইকের মালিকের সন্তান। রয়েছে তাদের পোষ্যও। পিছনে আরও তিন সন্তান। যিনি গাড়ি চালাচ্ছেন তিনি পরিবারের প্রধান এবং তাঁর কোমর জড়িয়ে বসে রয়েছেন স্ত্রী। বাইকের পাশে একটি সারমেয়। টুইটারে এই ভিডিওটি পোস্ট করেন এক ব্যক্তি। নেটিজেনদের টাইমলাইনে জায়গা করে নেয় ভিডিওটি। মুহূর্তের মধ্যেই তা সোশ্যাল মিডিয়ায় হয়ে যায় ভাইরাল। ইতিমধ্যে প্রায় কুড়ি হাজার ভিউ হয়ে গিয়েছে ওই ভিডিওটি। সকলেই যখন প্রশ্ন করছেন কীভাবে যাচ্ছে তাঁরা? তবে ওই আরোহী কিংবা বাইকচালককে দেখে তাঁদের অসুবিধা হচ্ছে বলে বোঝা যাচ্ছে না।

নেটিজেনরা এই ভিডিও দেখে হেসে খুন। কেউ কেউ বলছেন, ওই গাড়ির কোম্পানির নাকি সত্যিই ভারবহনের ক্ষমতা রয়েছে।


আবার কেউ কেউ প্রশ্ন করছেন, এই বাইকটি নিয়ে লাদাখে যাওয়ার জন্য ভাড়া পাওয়া যাবে?


একই বাইকে চড়ে যাওয়া ওই পরিবার নাকি প্রকৃত অর্থে সুখী বলেই দাবি নেটিজেনদের।


এতজনকে নিয়ে একসঙ্গে বাইক যিনি চালান, তাঁকে হিরো বলেও আখ্যা দিয়েছেন অনেকেই।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

The post একই বাইকে সওয়ার দুই সারমেয়-সহ ৭ জন! ভাইরাল ভিডিও appeared first on Sangbad Pratidin.

Advertisement
Next