shono
Advertisement
Stray Dogs

অমানবিক মানুষ রাস্তায় ফেলে যায়, শিশুকে রাতভর পাহারায় পথকুকুর! তারপর...

সারমেয়রাই শিশুটিকে বাঁচিয়ে দিয়েছে, বলছেন স্থানীয়রা।
Published By: Kishore GhoshPosted: 04:53 PM Dec 04, 2025Updated: 04:53 PM Dec 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে যখন পথকুকুরের হামলার জেরে তাদের আশ্রয়কেন্দ্রে সরানোর নিদান দিচ্ছে সুপ্রিম কোর্ট, সেই সময় সম্পূর্ণ ভিন্ন ঘটনা সামনে এল এই বাংলায়। নবদ্বীপের স্বরূপগঞ্জ পঞ্চায়েতের রেল কলোনি এলাকায় রাতভর পথে পড়ে থাকা এক সদ্যোজাতকে পাহারা দিল কয়েকটি সারমেয়। এই ঘটনার সাক্ষী ওই এলাকার মানুষ।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েত সদস্য নির্মল ভৌমিকের বাড়ির শৌচাগারের সামনে পড়ে ছিল ওই সদ্যোজাত। কেউ বা কারা অন্ধকার শীতের রাতে শিশুটিকে ফেলে চলে যায়। মধ্যরাতে পাড়ার কেউ কেউ কান্নার শব্দও পান। যেহেতু এলাকায় শিয়ালের উৎপাত আছে তাই মানবশিশুর কান্না ধরতে পারেননি। সবচেয়ে বড় কথা, মানুষ যখন চূড়ান্ত অমানবিকতার পরিচয় দিয়েছে, সেই সময় সদ্যোজাতর অভিভাবক হয়ে উঠল সারমেয়।

স্থানীয়রা জানিয়েছেন, এলাকায় শিয়ালের উৎপাত অত্যন্ত বেশি। কুকুরের কারণেই তারা পাড়ার ভিতরে ঢুকতে পারে না। এক্ষেত্রেও শেয়ালরা ক্ষতি করতে পারত শিশুটির। যা হতে দেয়নি পথকুকুরের দল। কার্যত তারাই প্রাণরক্ষা করল সদ্যোজাতর। সকালে শিশুটিকে উদ্ধার করে নবদ্বীপ মহেশগঞ্জ হাসপাতালে। হাসপাতালসূত্রে জানা গিয়েছে, নবজাতক বর্তমানে সুস্থ আছে। প্রশাসনিক প্রক্রিয়া মেনে তাকে চাইল্ডলাইন কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে। কিন্তু শিশুটিক কে বা কারা ফেলে রেখে গেল? তদন্ত করছে নবদ্বীপ থানার পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পঞ্চায়েত সদস্য নির্মল ভৌমিকের বাড়ির শৌচাগারের সামনে পড়ে ছিল সদ্যোজাত।
  • স্থানীয়রা জানিয়েছেন, এলাকায় শিয়ালের উৎপাত অত্যন্ত বেশি।
Advertisement