অভিষেক চৌধুরী, কালনা: এ চোর বটে, কিন্তু ধার্মিক! চার চারটি দোকান থেকে সর্বস্ব লুটের পর ভগবদ্গীতার পাতায় ৫০ টাকার নোট রেখে চম্পট দিল তস্কর। চুরি হওয়া দোকানের মালিকরা বলছেন, চুরির পর 'পাপ' কিছুটা কমাতে হয়তো এই পন্থা অবলম্বন করেছে ধার্মিক চোরের। বুধবার রাতে কালনা পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় চারটি দোকানে চুরির পর ভগবদ্গীতার উপর রেখে গেল নোংরা ৫০ টাকার নোট! শুধু এই চারটি দোকানেই নয়, কালনায় আরও বেশ কয়েকটি দোকানে চুরি গিয়েছে বুধবার রাতে। শীত নামতেই চোরের উপদ্রব বাড়ে ঠিকই। তবে এবারের ঘটনায় হাসি আর বিস্ময় মিলেমিশে গেল! স্থানীয়রা সকলেই বলছেন, 'এ চোর নাকি ধার্মিক চোর।’
দোকানদারদের অভিযোগ, গভীর রাতে তালা ভেঙে দোকানে ঢুকে ক্যাশবাক্স থেকে সমস্ত টাকাপয়সা, এমনকী কিছু খাবারদাবারও লুট করে নিয়েছে চোরেরা। কিন্তু সবচেয়ে অবাক করা ঘটনা কালনার পুরাতন বাসস্ট্যান্ড এলাকার ফলের ব্যবসায়ী যাদব সাহা এদিন বৃহস্পতিবার দুপুর তিনটে নাগাদ তিনি বলেন, ''দোকানের ক্যাশ বাক্সে থাকা খুচরো পয়সা এবং নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে চোরেরা। আমার দোকানেই রাখা একটি ভগবদ্গীতার পাতা খুলে তার উপর দোকানেরই একটি নোংরা ৫০ টাকার রেখে গিয়েছে। আমার মনে হয় কিছুটা পাপ খণ্ডাতেই এই কাণ্ড চোরেদের।''
একইসঙ্গে স্থানীয় এলাকার আর এক পানের দোকান, আর একটি ফল ও ফুলের দোকানেও চুরি হয়েছে বুধবার রাতে। জানা গিয়েছে, কালনা শহরে আরও বেশ কয়েকটি জায়গাতেও লুটপাট চালিয়েছে চোরের দল। ঘটনায় ছড়িয়েছে আতঙ্ক। স্থানীয় এসডিপিও রাকেশ চৌধুরী বলেন, ''গতকাল (বুধবার) পূর্বস্থলী এবং কালনায় বেশ কয়েকটি জায়গায় চুরির ঘটনা ঘটেছে, পুলিশ তদন্ত করছে খুব শিগগিরই অভিযুক্তরা ধরা পড়বে।'' স্থানীয়দের মতে, “চুরি তো অনেক দেখেছি, কিন্তু এমন ধার্মিক চোর! এই প্রথম দেখলাম।”
