shono
Advertisement

ধমক দিয়েছিলেন টিকিট পরীক্ষক, রাগে পুণে স্টেশন অচল করে দিলেন যুবক, কীভাবে?

পরে অভিযুক্তকে পাকড়াও করে পুলিশ।
Posted: 04:26 PM Jan 14, 2023Updated: 04:28 PM Jan 14, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার রাতে দিল্লি বিমানবন্দরে (Delhi International Airport) পুণেগামী (Pune) স্পাইসজেটের (SpiceJet) একটি বিমানে বোমাতঙ্ক ছড়িয়েছিল। যদিও তল্লাশিতে কিছু মেলেনি। ওই ঘটনায় গ্রেপ্তার করা হয় এক যুবককে। একই দিন সন্ধেবেলা হুলুস্থুল পড়ে গিয়েছিল পুণে জংশন স্টেশনেও। যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে আরপিএফ (RPF)। সবকটি প্লাটফর্মে তল্লাশি হয়। যদিও এক্ষেত্রেও কিছুই মেলেনি। কিন্তু হঠাৎ নিরাপত্তা আঁটসাঁট হল কেন? যেহেতু হুমকি ফোন এসেছিল। জানানো হয়েছিল, স্টেশনে বোমা রয়েছে। পরে পুলিশ পাকড়াও করে এক যুবককে। তিনিই পুনে স্টেশনে ফোন করে ভুয়ো বোমাতঙ্ক ছড়ান বলে অভিযোগ। কিন্তু কেন এই কাজ করলেন যুবক?

Advertisement

সেই উত্তর হতবাক করে দিয়েছে পুলিশকে। ওই যুবক স্বীকার করেন, ট্রেনে রেল পুলিশের এক কর্মীর সঙ্গে তীব্র বচসা বেঁধেছিল তাঁর। তখন ধমক দেন টিকিট পরীক্ষক। এর পরেই রাগে তিনি ঠিক করেন, বদলা নেবেন, হুমকি ফোন করে রেল কর্তৃপক্ষকে হেনস্তা করবেন। সেই মতো পুণে স্টেশনে (Pune Station) ফোন করে বোমাতঙ্ক ছড়ান। এর পরেই জরুরি ভিত্তিতে সবকটি প্লাটফর্মে তল্লাশি শুরু হয়। যদিও বোমা উদ্ধার হয়নি।

[আরও পড়ুন: কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করির অফিসে একাধিকবার ফোন করে খুনের হুমকি! চাঞ্চল্য নাগপুরে]

এর মধ্যে ফোনের সূত্রে ধরে অভিযুক্ত যুবককে খত্রজ (Katraj) এলাকা থেকে আটক করে পুলিশ। এক পুলিশ কর্তা বলেন, “জঙ্গি হামলা হতে পারে, এমন ফোন পেতেই তল্লাশি অভিযান শুরু হয় স্টেশনে। এর পর খত্রজ থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।”

[আরও পড়ুন: প্রেমিকের গলায় ছুরি ধরে কলেজ পড়ুয়া তরুণীকে গণধর্ষণ তামিলনাড়ুতে, অভিযুক্ত ৬]

উল্লেখ্য, শুক্রবার রাতে বোমাতঙ্ক ছড়িয়েছিল দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে। পুণেগামী স্পাইসজেটের একটি বিমানে বোমা রাখা রয়েছে বলে হুমকি ফোন আসে। দ্রুত তল্লাশি শুরু হয়। যদিও বোমা মেলেনি। পরে জানা যায়, আমির খান অভিনীত ত্রি-ইডিয়েট সিনেমার কায়দায় বান্ধবীদের সুবিধার জন্য বিমান যাতে আরও দেরিতে ওড়ে, সে কারণে বোমাতঙ্কের পরিকল্পনা ফাঁদেন তিন যুবক। এই ঘটনায় ইতিমধ্যে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই ফোন করে আতঙ্ক ছড়ায় বলে অভিযোগ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার