সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেলের দেওয়া চাদর, তোয়ালে চুরি! ধরা পড়তেই রেলকর্মীদের সঙ্গে বচসা যাত্রীর। সম্প্রতি এমনই একটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা দেখে অনেকেই বলছেন, 'কেউ করেন অভাবে চুরি, আবার কেউ স্বভাবে'! শেষমেশ অবশ্য ব্যাগ থেকে চুরি করা চাদর, তোয়ালে বের করে দেন অভিযুক্ত ওই যাত্রী। ঘটনায় নড়েচড়ে বসেছে রেলও। এক বিজ্ঞপ্তিতে রেল জানিয়েছে, আইনি পদক্ষেপ করা হবে অভিযুক্তদের বিরুদ্ধে। শুধু তাই নয়, নজরদারি বাড়ানোর কথাও বলা হয়েছে এদিন।
সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, পুরুষোত্তম এক্সপ্রেসের ঘটনা। দিল্লি থেকে পুরী যাচ্ছিল ট্রেনটি। সেই সময় অভিযুক্ত ওই যাত্রীর কীর্তি ধরা পড়ে! এক রেলকর্মী গোটা ঘটনা দেখেন। শুধু তাই নয়, ক্যামেরাবন্দি করেনও তিনি। সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়া ভিডিয়োর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, রেলকর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছেন অভিযুক্ত ওই যাত্রী। শুধু তাই নয়, ওই রেলকর্মীকে অভিযুক্তের ব্যাগ থেকে বিছানার চাদর, কম্বল বের করতেও দেখা যাচ্ছে সেখানে। শুধু তাই নয়, রেলকর্মীকে বলতে শোনা যাচ্ছে, ''স্যার, আপনার ব্যাগ থেকে চার সেট বিছানার চাদর এবং তোয়ালে সবই বেরিয়ে আছে। হয় এগুলো ফেরত দিন, নাহলে ৭৮০ টাকা দিন।"
প্রথমে বিষয়টি অস্বীকার করলেও পরে অভিযুক্ত ওই ব্যক্তি স্বীকার করে নেন। জানান, তাঁর মা ভুল করে ব্যাগের মধ্যে ওই চাদর এবং তোয়ালে ঢুকিয়ে নিয়েছিলেন। কিন্তু তা মানতে চাননি রেলের ওই কর্মী। এমনকী পরে ঘটনাস্থলে যান টিকিট পরীক্ষকও। তিনি ওই যাত্রীর বিরুদ্ধে রেলের আইনে মামলা করারও হুঁশিয়ারি দেন। এমনকী পুলিশের হাতে তাঁদের তুলে দেওয়া হবে বলেও সতর্ক করেন। ঘটনায় কার্যত কিছুটা ভয় পেয়েই ব্যাগ থেকে সমস্ত চাদর, তোয়ালে বের করে রেলের কর্মীদের হাতে তুলে দেন।
এই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয়েছে তীব্র সমালোচনা। তীব্র কটাক্ষের ঝড় ওঠে। বিষয়টি মোটেই ভালো চোখে নেয়নি রেলও। এক বার্তায় রেল জানিয়েছে, ঘটনায় কড়া পদক্ষেপ করা হবে।
