shono
Advertisement
Uttar Pradesh

যত কাণ্ড যোগীরাজ্যে! হেলমেট না পরায় চারচাকা চালককে জরিমানা ট্রাফিক পুলিশের

কীভাবে এত বড় ভুল?
Published By: Kishore GhoshPosted: 08:17 PM Sep 11, 2025Updated: 08:17 PM Sep 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যত কাণ্ড যোগীরাজ্য! উত্তরপ্রদেশের গাজিয়াবাদে হেলমেট না পরার অপরাধে জনৈক গাড়ি চালককে জরিমানা করল ট্রাফিক পুলিশ। এমনিতে বাইক এবং স্কুটার চালকদের একটা অংশ হেলমেট পরতে চান না। তাঁদের ধারণা, নেহাত পুলিশ ধরে তাই হেলমেট পরতে হয়। এই অবস্থায় বাইক ও স্কুটির দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা আকছার ঘটে থাকে। এর মধ্যেই আজব কাণ্ড ঘটাল উত্তরপ্রদেশ পুলিশ। কোন যুক্তিতে চার চাকা চালককে হেলমেট না পরার অভিযোগে জরিমানা করল তারা?

Advertisement

ওই চালানটি কাটা হয় সোমবার। সেখানে লেখা হয়েছে দুই চাকার নিরাপত্তাবিধি মানেননি চালক। অথচ সঙ্গের ছবিটি একটি গাড়ির। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই চালান কাটা হয়েছিল রাজনগর এলাকায় আজনারা সোশাইটি ক্রসিংয়ে। দুই চাকার চালানে গাড়ির ছবি তৎসহ জরিমানার বিষয়টি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। পুলিশের এমন গাফিলতি নিয়ে কটাক্ষ করছেন নেটিজেনরা। কিন্তু কীভাবে এত বড় ভুল হল?

গাজিয়াবাদের ট্রাফিক পুলিশকর্তার সাফাই, মানুষমাত্রই ভুল হয়। ভুলবশত এই ঘটনা ঘটে গিয়েছে। একজন ট্রাফিক সাব-ইন্সপেক্টর নো-পার্কিং জোনে পার্ক করা গাড়ির ছবি তুলেছিলেন, কিন্তু অসাবধানতাবশত সেটি একটি দুই চাকার গাড়ির চালানের সঙ্গে সংযুক্ত হয়। বিষয়টি নিয়ে তদন্ত হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ওই চালানটি কাটা হয় সোমবার। সেখানে লেখা হয়েছে দুই চাকার নিরাপত্তাবিধি মানেননি চালক।
  • গাজিয়াবাদের ট্রাফিক পুলিশকর্তার সাফাই, মানুষমাত্রই ভুল হয়।
Advertisement