shono
Advertisement
video viral

বিমানের ভিতরে নগ্ন হয়ে ছুটছেন যুবতী! হতবাক যাত্রীরা, কেউ কেউ রেকর্ড করলেন ভিডিও

প্রায় ২৫ মিনিট ওই অবস্থায় ঘুরতে থাকেন তিনি।
Published By: Subhankar PatraPosted: 05:27 PM Mar 07, 2025Updated: 05:44 PM Mar 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উড়ান নেওয়ার প্রস্তুতি শুরু করেছে বিমানটি। যাত্রীরা নিজেদের স্থানে বসেছেন। হঠাৎ বিমানের মধ্যে নিজের সব বস্ত্র খুলে নগ্ন অবস্থায় হাঁটতে শুরু করেন মহিলা যাত্রী। ঘটনায় কিংকর্তব্যবিমূঢ় হয়ে যান সহযাত্রী থেকে বিমানকর্মীরা। পরে বাধ্য হয়ে বিমানটিকে ফিরিয়ে আনা হয়। তরুণীর ভিডিও ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়।

Advertisement

সোমবার আমেরিকার হিউস্টন থেকে ফিনিক্স উড়ে যাওয়ার জন্য উইলিয়াম পি হবি বিমানবন্দরে প্রস্তুত ছিল ফ্লাইট ৭৩৩। যাত্রীরাও উঠে গিয়েছিলেন। আচমকা এক যুবতী সম্পূর্ণ নগ্ন অবস্থায় ছুটতে থাকেন। চিৎকার করে ককপিটেও ধাক্কা মারেন। প্রায় ২৫ মিনিট ধরে ওই অবস্থায় ঘুরতে থাকেন তিনি।

একযাত্রী বলেন, "ওই যুবতী আমাদের দিকে ঘুরে তাঁর সমস্ত জামা-কাপড় খুলে ফেলেন। তারপর ককপিটের কাছে গিয়ে তাকে ভিতরে ঢোকানোর জন্য চিৎকার করতে থাকেন।" আরও এক যাত্রী বলেন, "এটা খুব অস্বস্তিজনক ঘটনা।"

শেষ পর্যন্ত বিমানটিকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। অবশেষে কম্বলে জড়িয়ে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এক যাত্রী জানিয়েছেন, সেই সময় যুবতী পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।

পুলিশের তরফ থেকে পরে জানানো হয়েছে, যুবতীকে স্থানীয় হাসপাতালের নিউরো সাইকিয়াট্রিক সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। মহিলাকে কোনও জরিমানা করা হয়নি। তরুণীকে নামিয়ে বিমানটি গন্তব্যে রওনা দেয়। বিলম্ব হওয়ার কারণে যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছে এয়ারলাইন সংস্থা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • উড়ান নেওয়ার প্রস্ততি শুরু করেছে বিমানটি। যাত্রীরা নিজেদের স্থানে বসেছেন।
  • হঠাৎ বিমানের মধ্যে নিজের সব বস্ত্র খুলে নগ্ন অবস্থায় হাঁটতে শুরু করেন মহিলা যাত্রী।
  • ঘটনায় কিংকর্তব্যবিমূঢ় হয়ে যান সহযাত্রী থেকে বিমানকর্মীরা। পরে বাধ্য হয়ে বিমানটিকে ফিরিয়ে আনা হয়।
Advertisement