shono
Advertisement

‘ও-ই আমাদের সন্তান’, কেক কেটে, ডিজে বাজিয়ে ছাগলছানার জন্মদিন উদযাপন নিঃসন্তান দম্পতির

সকালে 'সন্তান'দের বেড়াতে নিয়ে যান দম্পতি।
Posted: 05:05 PM Nov 10, 2022Updated: 08:20 PM Nov 10, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘটা করে দুই ‘সন্তান’ কুবের ও লক্ষ্মীর জন্মদিন পালন করলেন দম্পতি। কেক কাটা হল। শুভক্ষণের আনন্দে ডিজে বাজিয়ে নাচল আত্মীয় ও প্রতিবেশীরা। অতিথিরা উপহার এনেছিলেন সঙ্গে করে। স্বভাবতই খুশি হন রাজা ও তাঁর স্ত্রী। এর মধ্যে অবশ্য বিশেষত্ব নেই। দুই ‘সন্তানের’ কথা খুলে বললে অবশ্যি হতবাক হবেন মানুষ। কারণ ঘটা করে জন্মদিন পালন করা হয় দুই ছাগল ছানার (Goat’s Kids)। এমন ঘটনা চট করে শোনা যায় না। ফলে ছাগ শিশুদের জন্মদিনের ছবি দ্রুত ভাইরাল (Viral Video) হয় সোশ্যাল মিডিয়ায় (Social Media)।

Advertisement

জানা গিয়েছে, ঘটনাটি উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বান্দা এলাকার। রাজা ও তাঁর স্ত্রী কাশি রাম কলোনি এলাকার বাসিন্দা। সন্তানহীন দম্পতির দাবি, ছাগল ছানা দু’টিকে তারা নিজের সন্তান বলে মনে করেন। গত বছর তাদের জন্ম হয়। এবার এক বছরের জন্মদিন পালন করেন তারা। সেই জন্মদিন উদযাপন হয় রীতিমতো ঘটা করে।

[আরও পড়ুন: সাড়ে পাঁচ ফুটের কুমিরকে গিলে খেল বার্মিজ পাইথন! অবিশ্বাস্য কাণ্ডে হতবাক বিজ্ঞানীরাও]

প্রিয় দুই ছাগল ছানা কুবের ও লক্ষ্মীর (এই নাম দিয়েছেন দম্পতি) জন্মদিনে আত্মীয় ও প্রতিবেশীদের নিমন্ত্রণ করেন দম্পতি। সেই মতো অতিথিরাও হাজির হন বাড়িতে। এর পর কেক কেটে জন্মদিন পালন শুরু হয়। তার পর ডিজে বাজিয়ে চলে নাচাগানা। দম্পতি জানিয়েছেন, অতিথিরা প্রত্যেকেই উপহার এনেছিলেন তাদের সন্তানদের জন্যে। শীতের শুরুতে ছাগ শিশুরা একাধিক কম্বল উপহার পেয়েছে। যা তাদের কাজে লাগবে।

[আরও পড়ুন: অসুস্থ বাবাকে কিডনি দেবেন মেয়ে, প্রশংসিত লালুকন্যা রোশনির সিদ্ধান্ত]

জন্মদিনের সকালে দুই ছাগল ছানা কুবের ও লক্ষ্মী বাইকে চড়ান রাজা। তিনি বলেন, “আমরা ওদের নিজের সন্তান বলে মনে করি। সেই কারণেই ওদের জন্মদিন উদযাপন করেছে।সকালে বাইকে করে বেড়াতে নিয়ে গিয়েছিলাম।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার