shono
Advertisement
Kochi

'বিবাহ' সিনেমার বাস্তব রূপ! বিয়ের দিনই দুর্ঘটনার কবলে কনে, হাসপাতালের শয্যা হয়ে উঠল ছাঁদনতলা!

ঠিক হয়ে থাকা লগ্নেই বিয়ে করেন যুবক-যুবতী।
Published By: Subhankar PatraPosted: 09:27 PM Nov 22, 2025Updated: 01:04 AM Nov 23, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠিক যেন হিন্দি ছবি 'বিবাহে'র দৃশ্য! শাহিদ কাপুর ও অমৃতা রাও অভিনীতি সেই ছবিতে অগ্নিদগ্ধ পুণমকে (অমৃতা রাও) হাসপাতালেই বিয়ে করে প্রেম (শাহিদ কাপূর)। পরে মধুর সমাপয়েৎ। বাস্তবের 'বিবাহ' জুটি হয়ে উঠলেন কোচির স্কুল শিক্ষিকা অবনী জে (২৫) ও ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক শ্যারন ভিএম। বিয়ের কয়েকঘণ্টা আগে দুর্ঘটনার কবলে পড়া অবনীকে চিকিৎসাধীন অবস্থায় বিয়ে করলেন অধ্যাপক শ্যারন। হাসপাতালের শয্যা হয়ে উঠল ছাঁদনাতলা।

Advertisement

'বিবাহ' সিনেমায় পুণম (অমৃতা রাও) ও প্রেমের (শাহিদ কাপূর) বিয়ের দিনকয়েক আগে দুর্ঘটনা ঘটে, তাতেই আহত হন পুণম। কিন্তু কেরলের কোচির বাসিন্দা অবনীর বিয়ের বাকি ছিল কয়েকঘণ্টা মাত্র। শুক্রবার ছিল অবনী ও শ্যারনের বিয়ের দিন। প্রস্তুতিতে কোনও খামতি রাখেনি দুই পরিবার। আগের দিন ভোররাতে বাড়ি থেকে বেরিয়ে পড়েন কনে ও তাঁর পরিবার। তখনই ঘটে বিপত্তি! গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে। আহত হন সবাই। মেরুদণ্ডে গুরুতর আঘাত পান অবনী। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে হাসাপাতালে ছুটে যান হবু বর শ্যারন ও তাঁর পরিবার। অবনীকে অন্য হাসাপাতালে স্থানান্তরিত করা হয়।

সেখানেই আগে থেকে ঠিক হয়ে থাকা লগ্নেই বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেন শ্যারন। দেরি না করে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে দুই পরিবার। ডাক্তার জানান, আঘাত গুরুতর হলেও স্থিতিশীল রয়েছেন অবনী। এই কথা শোনার পরই একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়ে ফেলেন তাঁরা। পরিবার, চিকিৎসক ও হাসাপাতালের স্টাফদের উপস্থিতিতে সারা জীবন পাশের থাকার অঙ্গীকারবদ্ধ হন যুবক-যুবতী। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ঠিক যেন হিন্দি ছবি 'বিবাহে'র দৃশ্য! শাহিদ কাপুর ও অমৃতা রাও অভিনীতি সেই ছবিতে অগ্নিদগ্ধ পুণমকে (অমৃতা রাও) হাসপাতালেই বিয়ে করে প্রেম (শাহিদ কাপূর)।
  • বাস্তবের 'বিবাহ' জুটি হয়ে উঠলেন কোচির স্কুল শিক্ষিকা অবনী জে (২৫) ও ইঞ্জিনিয়ারিং অধ্যাপক শ্যারন ভিএম।
  • বিয়ের কয়েকঘণ্টা আগে দুর্ঘটনার কবলে পড়া অবনীকে চিকিৎসাধীন অবস্থায় বিয়ে করলেন অধ্যাপক শ্যারন। হাসপাতালের শয্যা হয়ে উঠল ছাঁদনাতলা।
Advertisement