সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের মঞ্চ। ভিড় অতিথিদের। চারদিক সুন্দর করে সাজানো। মঞ্চের উপরে হাঁটু গেড়ে বসে নবদম্পতি। হঠাৎ, ধোঁয়ায় ভরে যায় এলাকা। তৈরি হয় মন্দিরের আবহাওয়া। বিবাহবন্ধনে আবদ্ধ স্বামী-স্ত্রীর দিকে এগিয়ে আসেন ভগবান ভেঙ্কটেশ্বর। ধীর পায়ে তাঁদের কাছে এসে তাঁদের আশীর্বাদ দেন ভগবান। মাথায় ছিটিয়ে দেন ফুলও।
ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর একটি বিয়ের অনুষ্ঠানে। না, স্বয়ং ভগবান ভেঙ্কটেশ্বর আসেননি। এক ব্যক্তিকে ভগবানের সাজিয়ে হাজির করা হয় অনুষ্ঠানে। ওই ব্যক্তির ভঙ্গি, হাঁটাচলা, সাজ, মঞ্চের আবহাওয়া দেখে এক মুহূর্তের জন্য মনে হতে পারে স্বয়ং ভগবান এসেছেন আশীর্বাদ দিতে! সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওটি।
১০ নভেম্বর শেয়ার করা এই ভিডিওটি ইতিমধ্যেই দশ লক্ষেরও বেশি মানুষ দেখেছেন। কমেন্টও করেছেন নেট নাগরিকরা। ভিডিওটি দেখার পর দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে, নেটপাড়ার বাসিন্দারা। অনেকে মজারছলে নিয়েছেন ভিডিওটিকে। অনেকের মতে, এইভাবে ভগবানকে অপমান করা হয়েছে। একজন মন্তব্য করেছেন, "যদি এভাবে চলতে থাকে, তাহলে হয়তো একদিন ঈশ্বর নিজে এসে বিষয়টিকে বন্ধ করতে বলবেন।" আরও একজন লেখেন, "আমি ভিডিওটি দেখে খুব অবাক। ওঁরা ভাবচ্ছেন একজন ব্যক্তিকে ভগবান রূপে সাজিয়ে এনে অনেক আশীর্বাদ পেলেন। তবে তা না করে উপস্থিত বাবা-মা ও প্রবীণদের প্রণাম করলে বেশি আশীর্বাদ পেতেন।"
