shono
Advertisement
Odisha

জগন্নাথের কৃপা! ওড়িশা যেন এল ডোরাডো, জেলায় জেলায় সোনার খনির হদিশে হইচই

সম্প্রতি জিওলজিক্যাল সার্ভের গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য।   
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 07:38 PM Mar 24, 2025Updated: 07:38 PM Mar 24, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুগে যুগে স্বর্ণলোভীদের চোখে ধাঁধা লাগিয়েছে সোনায় মোড়া এল ডোরাডো। এবার জগন্নাথভূম ওড়িশা যেন হয়ে উঠেছে এল ডোরাডো! রাজ্যের বিভিন্ন জেলায় মিলল সোনার খনির হদিশ। যা নিয়ে রীতিমত হইচই শুরু হয়েছে। সব মিলিয়ে এই স্বর্ণ ভাণ্ডারে সমৃদ্ধ জেলাগুলোর সংখ্যা ১৮টি হবে। সম্প্রতি জিওলজিক্যাল সার্ভের গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য।   

Advertisement

জানা গিয়েছে, ওড়িশার ভূতাত্ত্বিক বিভাগের সাহায্যে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (GSI) একটি মানচিত্র তৈরি করে। যার সাহায্যে খনিজ সম্পদে সমৃদ্ধ স্থানগুলোর উপর নানা গবেষণা চালানো হচ্ছে। সেই গবেষণাতেই মিলেছে মাটির নিচে থাকা সোনার হদিশ। উল্লেখযোগ্যভাবে, কেওনঝার জেলার আরাডাঙ্গি, ডিমিরমুদা, তেলকোই, গোপুরা, গজাইপুর, সালেইকানা, সিংপুর এবং কুশকলায় সর্বাধিক পরিসরে এহেন খনি খুঁজে পাওয়া গিয়েছে। এছাড়াও, ময়ূরভঞ্জ জেলার সুলাইপাত, সুরুদা, জশিপুর এবং সুরিয়াগুদা এলাকায় বিপুল পরিমাণে সোনার হদিশ মিলছে। এছাড়া খনিজ সমৃদ্ধ কেওনঝার জেলায় হাই গ্রেডের প্ল্যাটিনামেরও সন্ধান পেয়েছেন গবেষকরা।

ওড়িশায় বিভিন্ন খনির উপর গবেষণার জন্য ২০০৭ সালে প্রথম সমীক্ষা করা হয়। তারপর থেকে এই খনিগুলো নিয়ে গবেষকদের আগ্রহ খুবই বেড়ে গিয়েছে। এই খনিজ সম্পদ উত্তোলনের অনুমতি চেয়ে অন্তত আঠারোটি বেসরকারি কোম্পানি সরকারের কাছে আবেদনপত্র জমা দিয়েছে। তবে বেসরকারি উদ্যোগ থাকলেও রাজ্য সরকার এখনও পর্যন্ত এই খনিগুলোর কার্যক্রমের জন্য কোনও অনুমোদন দেয়নি। এরকম বিভিন্ন খনিতে গবেষণা করেই সম্প্রতি সোনার হদিশ পেয়েছে গিএসআই। বিধানসভায় ওড়িশার খনি মন্ত্রী বিভূতি জেনা ওই সোনার ভাণ্ডারগুলোর কথা জানিয়েছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জগন্নাথভূম ওড়িশা যেন হয়ে উঠেছে এল ডোরাডো!
  • রাজ্যের বিভিন্ন জেলায় মিলল সোনার খনির হদিশ। যা নিয়ে রীতিমত হইচই শুরু হয়েছে।
  • সব মিলিয়ে এই স্বর্ণ ভাণ্ডারে সমৃদ্ধ জেলাগুলোর সংখ্যা ১৮টি হবে।
Advertisement