shono
Advertisement
Hooghly

খোলা লেভেল ক্রসিং, দাঁড়িয়ে ট্রেন! গড়াগড়ি দিচ্ছেন মদ্যপ গেটম্যান! হুগলিতে হইচই

গেটম্যানের উপযুক্ত শাস্তির চেয়ে সরব হয়েছেন স্থানীয়রা।
Published By: Subhankar PatraPosted: 04:47 PM Mar 26, 2025Updated: 09:13 PM Mar 26, 2025

সুমন করাতি, হুগলি: মদ্যপ অবস্থায় বেসামাল গেটম্যান। ট্রেন আসার আগে খোলা লেভেল ক্রসিং। দু'দিকে দাঁড়িয়ে ট্রেন। কিছু লোক তাঁকে টেনে তুললেও দাঁড়ানোর ক্ষমতা নেই রেলকর্মীর। হাওড়া-তারকেশ্বর শাখায় নসিবপুর স্টেশনের স্টেশনের ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। যার পরই হুলস্থুল পড়ে গিয়েছে এলাকায়। যে-কোনও সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেছেন রেলযাত্রী থেকে স্থানীয়রা।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত পৌনে এগারোটা নাগাদ নসিবপুরের রেল স্টেশনের আগে রেলগেট না পড়ায় আপ-ডাউনে ট্রেন দাঁড়িয়ে যায়। পরে লোকজন এসে দেখেন, গেটম্যান নেশা করে কোনও কাজ করতে পারছেন না। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে, (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল) গেটম্যান উঠতে গিয়ে বারবার নীচে পড়ে যাচ্ছেন।

প্রত্যক্ষদর্শী শেখ নিয়ামত আলি বলেন, "সোমবার রাত পৌনে এগারোটা নাগাদ নসিবপুর স্টেশনের গেট খোলা ছিল। আপ ও ডাউন লাইনে দুটো ট্রেন দাঁড়িয়ে যায়। এরপর কিছু লোক গিয়ে গেটম্যানকে তুলে ধরে। গেটম্যান যখন গেট নামাচ্ছে তখন বারবার পড়ে যাচ্ছিলেন।  সেই ভিডিওটাই আমি মোবাইলে রেকর্ডিং করেছি। গেটম্যান পুরো মদ্যপ অবস্থায় ছিলেন।" গেটম্যানের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে, সঙ্গী-সাথীদের নিয়ে কর্মস্থলে তিনি মদ্যপান করেন। একাধিকবার এই রকম কাণ্ড তিনি ঘটিয়েছেন।

এই ঘটনায় যে-কোনও সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। গেটম্যানের উপযুক্ত শাস্তির চেয়ে এক স্থানীয় বাসিন্দা বলেন, "গেটম্যান অবশ্যই মদ্যপান করেছিল। কর্মরত অবস্থায় একজন গেটম্যান যদি এভাবে মদ্যপ অবস্থায় থাকে তাহলে যাত্রী সাধারণের নিরাপত্তা থাকবে কী করে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা চাই রেল উপযুক্ত ব্যবস্থা নিক। এই গেটম্যান আগেও এই ধরনের একাধিক ঘটনা ঘটিয়েছেন।" ভিডিওটি ভাইরাল হতেই রেলের তরফে গেটম্যানকে সাসপেন্ড করে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কর্মরত অবস্থায় মদ্যপ অবস্থায় বেসামাল গেটম্যান। ট্রেন আসার আগে খোলা লেভেল ক্রসিং। দু'দিকে দাঁড়িয়ে ট্রেন।
  • কিছু লোক তাঁকে টেনে তুললেও দাঁড়ানোর ক্ষমতা নেই রেলকর্মীর।
  • হাওড়া-তারকেশ্বর শাখায় নসিবপুর স্টেশনের স্টেশনের ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।
Advertisement