shono
Advertisement
Delhi Metro

অসভ্য! মেট্রোতেও গুটখার থুতু-দাগ, রাগে রাঙা হল নেট ভুবন

ছবি ঘিরে বিতর্কের ঝড়।
Published By: Biswadip DeyPosted: 06:26 PM Nov 02, 2025Updated: 06:26 PM Nov 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবীন্দ্রনাথ যে 'রাঙিয়ে দিয়ে যাও গো এবার যাবার আগে...' গানটা সম্পূর্ণ অন্য উদ্দেশ্যে লিখেছিলেন তা বোধহয় বহু গুটখা-খোরদের অজানা। তাই হয়তো তাঁরা সেই গানের কথাকে 'আক্ষরিক' ধরে নিয়ে যেখানে সেখানে থুতু ফেলেন। আর সেই থুতুর রাঙা দাগে রাঙিয়ে তোলের পরিপার্শ্ব। কিন্তু তা বলে মেট্রো! দিল্লি মেট্রোর আজাদপুর স্টেশনের একটি আসনের ছবি ভাইরাল হয়েছে। জনৈক নেটিজেন সেটি শেয়ার করতেই ভাইরাল হয়ে যায় মুহূর্তে। যদিও ছবিটির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।

Advertisement

ছবিটি শেয়ার করে ওই ইউজার লিখেছেন, 'আজ আজাদপুর স্টেশনে এই দৃশ্য দেখলাম। সত্যিই কেউ একজন মেট্রো স্টেশনের আসনে থুতু ফেলেছেন গুটখা খেয়ে। কিছুতেই বুঝতে পারি না, এমনটা কেউ কী করে করতে পারেন! গণপরিবহনের সুবিধা নেবেন অথচ সেটাকেই আস্তাকুঁড়ের মতো ব্যবহার করবেন! মেট্রো মানেই পরিচ্ছন্ন, সেটাকে এভাবে নষ্ট করার অধিকার কারও নেই।'

এই ছবি দেখে ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা। একজন লিখেছেন, 'এই ইডিয়টরাই সমাজের প্রকৃত শত্রু!' আরেকজন লেখেন, 'দিল্লি মেট্রোর পরিষেবা বিশ্বমানের! মনে হচ্ছে কিছু মানুষ এই ব্যবস্থায় খুশি নন। নিশ্চয়ই আপনি এই ছবিটি পুলিশ বা মেট্রো অফিসারদের দেখিয়েছেন। আশা করি পুলিশ এই ধরনের লোকদের ধরে ফেলবে।'

দিল্লি মেট্রোর নানা ভিডিও বিভিন্ন সময়ে ভাইরাল হয়েছে। বহু সময় মেট্রোয় অশ্লীল নাচে মেতে উঠতে দেখা গিয়েছে অনেককে। যাকে ঘিরে বিতর্ক ছড়িয়েছে। সেই সময়ও নেটিজেনরা ক্ষোভ উগরে দিয়েছেন। কারও মতে, ‘এর চেয়ে জঘন্য আর কিছু হতে পারে না।’ কেউ আবার এই ঘটনায় রাজনীতি খুঁজে পেয়েছিলেন। লিখেছেন, ‘ফ্রি, ফ্রি, কেজরিওয়ালের দৌলতে সবই বিনামূল্যে।’ এখন দিল্লিতে সরকার বদলেছে। কিন্তু বিতর্ক এখনও তাড়া করছে রাজধানীর মেট্রো পরিষেবাকে। এবার অবশ্য নাচ নয়, গুটখার রাঙা দাগ ঘিরে এবার ছড়াল নয়া বিতর্ক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দিল্লি মেট্রোর আজাদপুর স্টেশনের একটি আসনের ছবি ভাইরাল হয়েছে।
  • জনৈক নেটিজেন সেটি শেয়ার করতেই ভাইরাল হয়ে যায় মুহূর্তে।
  • ছবি দেখে ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা। একজন লিখেছেন, 'এই ইডিয়টরাই সমাজের প্রকৃত শত্রু!'
Advertisement