shono
Advertisement
Video viral

বাঘের মুখোমুখি ভালুক! দক্ষিণরায়ের সামনে থেকে কোন কৌশলে রক্ষা, ভিডিও ভাইরাল

ভাইরাল ৫৭ সেকেন্ডের ভিডিও।
Published By: Subhankar PatraPosted: 08:50 PM Nov 15, 2025Updated: 08:55 PM Nov 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গভীর জঙ্গলে ঘুরছে ভালুক। হঠাৎ একটি বাঘ আক্রমণ করে তাকে। অদ্ভূত ভঙ্গি করতে থাকে ভালুকটি। নিজেকে বাঁচানোর চেষ্টায় বিভিন্ন ভঙ্গি করতে থাকা ভালুকটি দেখে তাজ্জব হয়ে যায় বাঘটিও। চুপ করে বসে পড়ে মাটিতে। মুহূর্তে উধাও হয়ে যায় ভালুকটি। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওটি।

Advertisement

আসলে প্রতিদিনই কিছু না কিছু সব বনাঞ্চলে। তার কিছু কিছু সামনে আসে। দুই শক্তিমান প্রাণীর ৫৭ সেকেন্ডের একটি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে বিপদের মুখে পড়ে চালাকি দেখিয়ে বাঘের সামনে থেকে ধাঁ ভালুকু। ভিডিওটিতে দেখা গিয়েছে, গভীর জঙ্গলে ভালুকটিকে আক্রমণ করে একটি বাঘ। ভালুকটি প্রথমে পালাতে গেলে বাঘটি পিছু নেয়। এরপরই রুখে দাঁড়ায় ভালুকটি। নিজেকে রক্ষার তাগিদে সতর্ক করতে থাকে বাঘটিকে। তার নানা কাণ্ড দেখে মাটিতে বসে পড়ে বাঘটি। সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ভালুকটি। হতবাক হয়ে কিছুক্ষণ সেখানেই বসে থাকে বাঘটি। এরপর শিকার হারানোর পর ক্লান্ত শরীরে ফিরে যায় বাঘটি।

এই ভিডিওটি সোশাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। এখনও পর্যন্ত, ২৪,০০০ এরও বেশি মানুষ ভিডিওটি দেখেছেন। নেট নাগরিকেরা মজার মজার মন্তব্য করেছেন। একজন লেখেন, 'বাঘের ওজন ৩০০ কেজিরও বেশি। কেউ কল্পনাও করতে পারে না ওরা লড়াই করছিল।' অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, 'মনে হয় বাঘটি ক্ষুধার্ত ছিল না।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গভীর জঙ্গলে ঘুরছে ভালুক। হঠাৎ একটি বাঘ আক্রমণ করে তাকে। অদ্ভূত ভঙ্গি করতে থাকে ভালুকটি।
  • নিজেকে বাঁচানোর চেষ্টায় বিভিন্ন ভঙ্গি করতে থাকা ভালুকটি দেখে তাজ্জব হয়ে যায় বাঘটিও। চুপ করে বসে পড়ে মাটিতে।
  • মুহূর্তে উধাও হয়ে যায় ভালুকটি। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওটি।
Advertisement