সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ হল সত্যি কুমির (Crocodile) আর মিথ্যে কুমিরের গল্প! পাশাপাশি শুয়ে থাকা দুই কুমিরের কাণ্ড দেখে অবাক নেটিজেনরা। আদৌ কুমিরের সংখ্যা দুই না। আপতদৃষ্টিতে দুই মনে হয়। পরে বোঝা যায় আসল কুমিরের পাশে কুমির সেজে শুয়ে আছে একজন মানুষ। সত্যি কুমিরকে ক্রমাগত উত্যক্ত করে চলে ‘মিথ্যে কুমির’। বন্যপ্রাণীটির ডান দিকে পেছনে পা ধরে টানতে থাকেন ওই ব্যক্তি। অনেকে বলছেন, একেই বলে কুমিরের সঙ্গে করমর্দন। কারও কারও মত, অতি সাহসিকতা হল বোকামির লক্ষণ। সব মিলিয়ে ভাইরাল সত্যি ও মিথ্যে কুমিরের আজব ভিডিও (Viral Video)। যা দেখে বেজায় আনন্দ পেয়েছেন নেটিজেনরা।
টুইটারে ভাইরাল হয়েছে ১০ সেকেন্ডের ভিডিওটি। যেটি পোস্ট করেন নরেন্দ্র সিং নামের এক ব্যক্তি। ওই পোস্টের সঙ্গে নরেন্দ্র লিখেছেন, “কীসের নেশা করেছিল?” সত্যি বলতে ক্যাপশানে বিন্দুমাত্র ভুল নেই। নেশা না করলে এমন কাজ করার সাহস পায় কেউ! কুমির সেজে কুমিরকে উত্যক্ত করার ভাবনাকে ‘সুইসাইডাল’ বললেও ভুল বলা হয়নি। যদিও এযাত্রায় ঝামেলা পাকায়নি জলের বিভিষকা। ভাইরাল ভিডিওটিতে দেখা গিয়েছে, জলাশয়ের ধারে একটি কুমির। পাশে কুমির সেজে শুয়ে এক ব্যক্তি। তাঁর বাঁ হাতটিকে শুধু দেখা গিয়েছে। ওই হাত দিয়েই কুমিরটির পিছন দিকের ডান দিকের পা ধরে মাঝ মাঝেই টানছেন।
[আরও পড়ুন: ‘হাতে কাজ নেই, একঘেয়েমি কাটাতে ডাকাতি করেছি’, যুবকের কথায় হতবাক পুলিশ!]
ওই ব্যক্তি এভাবে উত্যক্ত করায় কুমিরটি বিরক্ত হয়। সে বারবার পা সরিয়ে নেয়। যদিও ওই ব্যক্তির উপর হামলা চালায়নি। অর্থাৎ কিনা কুমিরের সাজে কাজ হয়েছে বলে মনে করা হচ্ছি। যদিও এই কাজ বিপজ্জনক ছিল। ভয়ংকর কিছু ঘটতে পারত।
[আরও পড়ুন: হিমাচলের মুখ্যমন্ত্রী পদে শপথ সুখবিন্দর সিং সুখুর, গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে একসঙ্গে চলার বার্তা]
নেটদুনিয়ার একাংশের বক্তব্য, যে সাহস দেখিয়েছেন কুমির সাজা ব্যক্তি তা বড় বিপদ ডেকে আনত পারত তাঁর জীবনে। ভিডিও দেখে এক নেটিজেনের মন্তব্য, ‘সাহসিকতা আর বোকামির মাঝের লাইনটি কিন্তু খুব সরু,’ অন্য একজনের মন্তব্য, ‘মরার জন্য দারুণ শৈল্পিক উপায়!’ কেউ কেউ বলেছেন, ‘যতক্ষণ বিপদ হচ্ছে না ততক্ষণই মজা। নচেত…’।