সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অফিস থেকে বেশ কয়েকদিনের ছুটি নিয়ে বাইরে গিয়েছিলেন ওই তরুণ। অফিসে আগেই জানিয়ে দিয়েছিলেন, যে জায়গায় তিনি যাচ্ছেন, সেখানে নেটওয়ার্কের সমস্যা রয়েছে। কিন্তু তার পরেও মিলল না রেহাই। ছুটির দিনেও তাঁকে কাজ করতে বলেছিলেন অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। শুধু তাই নয়, রাত ১০টার পর তাঁকে মিটিংয়েও যোগ দিতে বলেছিলেন বস। অফিস কর্তৃপক্ষের এহেন আচরণেই ক্ষুদ্ধ হন ওই তরুণ। প্রতিবাদ জানিয়ে শেষে অফিসই ছেড়ে দিলেন তিনি।
সম্প্রতি সমাজমাধ্যমে গোটা ঘটনাটি জানিয়ে একটি পোস্ট করেন ওই তরুণ। তিনি জানিয়েছেন, মুম্বইয়ের একটি অফিসে কাজ করতেন তিনি। কিন্তু তাঁর বস অর্থাৎ সংস্থার প্রতিষ্ঠাতা আমেরিকায় থাকেন। তাই আমেরিকার সময় অনুযায়ী তিনি মিটিয়ের সময় নির্ধারণ করেছিলেন। তরুণের দাবি, তিনি অফিসে ছুটি নিয়ে রায়গড়ে বেড়াতে গিয়েছিলেন। সেখানে নেটওয়ার্কের সমস্যা। অধিকাংশ সয়য়েই তা থাকে না। গোটা বিষয়টি তিনি অফিস কর্তৃপক্ষকে আগেই জানিয়েছিলেন।
তাঁর অভিযোগ, আগে থেকে সব কিছু জানানো সত্ত্বেও ছুটির দিনে রাত ১০টার পর অফিসের বস মিনিংয়ের যোগ দেওয়ার জন্য তাঁকে নির্দেশ দেন। তাঁর আরও অভিযোগ, পরিস্থিতির কথা ফের তিনি জানালেও কোনও কাজ হয়নি। উলটে তাঁর উপর রেগে যায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। এমনকী হতাশাও প্রকাশ করে বলে অভিযোগ। আরও অভিযোগ, তরুণ একাধিকবার ক্ষমা চাইলেও তাঁর কোনও কথাই শোনেননি তাঁর বস। অফিস কর্তৃপক্ষের এহেন আচরণে ক্ষুণ্ণ হয়ে অবশেষে চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি।
