shono
Advertisement

Breaking News

NRS Hospital

বিনামূল্যে ধু ধু মরুতে মরুদ্যান! টেকো মাথায় চুল গজাতে ভিড় জমছে এনআরএসে

বেসরকারিতে এই চিকিৎসার একেকটা সিটিং-এর জন্য ন্যূনতম খরচ ৮ হাজার টাকা।
Published By: Amit Kumar DasPosted: 11:44 AM Jan 06, 2025Updated: 12:36 PM Jan 07, 2025

অভিরূপ দাস: ধু ধু করছে মাথা। তার উপর পরচুলা পরে ঘোরার দিন অতীত। বাংলায় সরকারি স্তরে প্রথম নীলরতন সরকার মেডিক‌্যাল কলেজে শুরু হল ‘প্লেটলেট রিচ থেরাপি’। এবার চুল গজাবে ভিতর থেকে। টানলেও তা খুলবে না।

Advertisement

বেসরকারি হাসপাতালে এই চিকিৎসার জন‌্য খরচ করতে হয় মোটা টাকা। নীলরতন সরকার মেডিক‌্যাল কলেজের ত্বকরোগ বিভাগের বিভাগীয় প্রধান ডা. অরুণ আচার জানিয়েছেন, এই প্লেটলেট রিচ থেরাপির জন‌্য অনেকগুলো ‘সিটিং’ লাগে রোগীর। বেসরকারিতে একেকটা সিটিং-এর জন‌্য ন্যূনতম খরচ ৮ হাজার টাকা। নীলরতন সরকার মেডিক‌্যাল কলেজে তা-ই হচ্ছে বিনামূল্যে। হাসপাতালের ত্বকরোগ বিভাগে সম্প্রতি অত‌্যাধুনিক সমস্ত যন্ত্র দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। তার মাধ‌্যমেই এই বহুমূল‌্য চিকিৎসা বিনামূল্যে করা সম্ভব হয়েছে।

কী এই পিআরপি থেরাপি? ডা. অরুণ আচার জানিয়েছেন, এই থেরাপিতে প্রথমে রোগীর ২০ এমএল রক্ত নেওয়া হয়। তারপর বিশেষ প্রক্রিয়ায় তা থেকে আলাদা করা হয় প্লেটলেট। মাথার মধ্যে যেখানে চুল নেই, সেখানে ইনজেক্ট করা হয় ওই প্লেটলেট। একবার নয়, তিনবার, প্রয়োজনে তারও বেশি। প্রতি মাসে একটা করে ‘সিটিং’ হয়। প্রত্যেকবার ইনজেক্ট করে দেখা হয় কতটা চুল গজাল। এই প্লেটলেটের মধ্যে একটা গ্রোথ ফ‌্যাক্টর থাকে। তাই সাহায‌্য করে মাথায় চুল গজাতে। নতুন চুলে কিছু মাখতেও বাধা নেই। চিকিৎসকরা জানিয়েছেন, এই নতুন গজানো চুলে শ‌্যাম্পুও করা যাবে। সাধারণত ন্যূনতম তিনটি ‘সিটিং’ লাগে চুল গজানোর জন‌্য। অনেকের ক্ষেত্রে তা একটু বেশিও লাগতে পারে।

এই খবর চাউর হতেই লাইন দিয়ে ‘টেকো’-রা আসছেন নীলরতনে। ডা. অরুণ আচার জানিয়েছেন, আমরা মূলত চেষ্টা করি অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষকে সাহায‌্য করতে। সরকারি হাসপাতালের লক্ষ‌্য সেটাই। এই মুহূর্তে নীলরতন সরকার মেডিক‌্যাল কলেজে একশোজন রোগী এলে তাঁদের দশজনই আসছেন টাকের সমস‌্যা নিয়ে। তার মধ্যে ছেলেরাও যেমন আছেন, আছেন মহিলারাও। ডা. অরুণ আচার জানিয়েছেন, পুরুষের ক্ষেত্রে চুল পড়া বা বল্ডনেসের নানান রকমফের রয়েছে। কোনওটা ফ্রন্ট হেয়ারলাইন লস কোনওটা মাথাজুড়ে ক্রাউন হেয়ারলস কিংবা মাথার পিছনদিকে স্পট বল্ডনেস। চুল পড়ে যাওয়ারও একাধিক ধাপ রয়েছে। চিকিৎসক জানিয়েছেন, স্টেজ ওয়ান অথবা স্টেজ টু-তে রোগী যদি হাসপাতালে আসে সেক্ষেত্রে পিআরপি থেরাপি দ্রুত কাজ করে।

হাসপাতালে রোগীর ভিড় বলছে, ক্রমশ বাড়ছে চুল ঝরে যাওয়ার সমস‌্যা। যার জন‌্য বাড়তে থাকা দূষণকেই দায়ী করেছেন চিকিৎসকরা। ডা. অরুণ আচারের কথায়, ‘‘এখনকার ছেলেরা চুলে নানান প্রসাধন সামগ্রী ব‌্যবহার করে। নানান জেল ব‌্যবহার করে অহরহ। এইসব প্রসাধন সামগ্রীর কারণে বাতাসে ভেসে বেড়ানো ধূলিকণা চুলে আটকে যায়। ক্ষতিগ্রস্ত হয় ফলিকল।’’ বিতর্ক রয়েছে তেল মাখা নিয়েও। ডা. অরুণ আচার জানিয়েছেন, ‘‘অনেকেই হাসপাতালে আসেন টাকের সমস‌্যা নিয়ে, যাঁরা নিয়মিত তেল মাখতেন।’’ চিকিৎসকের বক্তব‌্য, আমরা রোগীদের নিয়মিত তেল ব‌্যবহার এড়িয়ে চলতে বলি। দূষণ বেড়ে গিয়েছে শহরের। নিয়মিত তেল মাখলে চুল তেলতেলে হয়ে থাকে। এতে সহজেই আটকে যায় ধূলিকণা। চুলের ফলিকলকে নষ্ট করে এই ধূলিকণা।’’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাংলায় সরকারি স্তরে প্রথম নীলরতন সরকার মেডিক্যাল কলেজে শুরু হল ‘প্লেটলেট রিচ থেরাপি’।
  • ‘প্লেটলেট রিচ থেরাপি’র মাধ্যমে এবার চুল গজাবে ভিতর থেকে।
  • বেসরকারিতে একেকটা সিটিং-এর জন্য ন্যূনতম খরচ ৮ হাজার টাকা।
Advertisement