shono
Advertisement

সুদূর ফিনল্যান্ড থেকে মুম্বইয়ে সান্তা! ক্রিসমাসের আগে ঘুরছেন হাসপাতাল, বিশ্ববিদ্যালয়ে

মুম্বইয়ের শপিং মলেও শিশুদের সঙ্গে সময় কাটাবেন সান্তা।
Posted: 01:39 PM Dec 21, 2022Updated: 08:06 PM Dec 23, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিসমাসের (Chritmass) আবহে বিশ্বভ্রমণ করছেন খোদ সান্তা ক্লজ (Santa Claus)। সুদূর ফিনল্যান্ড (Finland) থেকে সম্প্রতি মুম্বইয়ে (Mumbai) পৌঁছছেন তিনি। ফলে ছোটদের আনন্দের শেষ নেই। বড়দের মধ্যে থাকা ছোটবেলাও সান্তা বুড়োকে কাছে পেয়ে বেজায় খুশি। সোমবার সান্তার মুম্বই বিমানবন্দরে পৌঁছানোর ছবি টুইটারে (Tweeter) পোস্ট করেছে ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর (Chhatrapati Shivaji Maharaj International Airport) কর্তৃপক্ষ। জানা গিয়েছে, শহরের একাধিক হাসপাতালে গিয়ে শিশুদের সঙ্গে দেখা করবেন সান্তা। যাবেন বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়েও। ছাত্রদের শান্তি ও সৌহার্দ্যের বার্তা দেবেন।

Advertisement

সোমবার ফিনল্যান্ডের বিমান সংস্থা ফিনএয়ারের (Finnair) বিমানে চেপে মুম্বইয়ে পৌঁছান সান্তা। বিমানবন্দরেই সাদা দাড়ি-গোঁফ ও লাল পোশাকে নজর কাড়েন সকলের। ছোটদের অভিবাদন গ্রহণ করেন। ক্রিসমাসে আগেভাগে বিশ্ব ভ্রমণে বেরিয়ে ভারতে আসার জন্য সান্তাকে ধন্যবাদ জানান মুম্বই বিমানবন্দর কর্তৃপক্ষও। অন্যদিকে ফিনএয়ার কর্তৃপক্ষ ভারতীয়দের সান্তা ক্লজের দেশ ফিনল্যান্ডে বেড়াতে আসার আমন্ত্রণ জানিয়েছে। জানা গিয়েছে, সৌহার্দ্যের বার্তা দিতে শহরের বেশকিছু হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়ে সফর করবেন সান্তা। এর মধ্যে রয়েছে কিং এডোয়ার্ড মেমোরিয়াল হাসপাতাল (King Edward Memorial Hospital) এবং আইআইটি বম্বে (IIT Bombay)। এছাড়াও একটি শপিং মলে গিয়ে শিশুদের সঙ্গে সময় কাটাবেন সান্তা।

[আরও পড়ুন: ৫০ জন ঋণখেলাপীই আত্মসাৎ করেছেন দেশের ৯২ হাজার কোটি টাকা! শীর্ষে মেহুল চোক্সি]

উল্লেখ্য, সান্তার বিশ্ব ভ্রমণের উদ্যোক্তা ফিনএয়ার এবং ভিসিট ফিনল্যান্ড সংস্থা। ভারতে আসার আগে চলতি মাসের শুরুতে টোকিও (Tokyo) ও সিঙ্গাপুর (Singapore) সফর করেন সান্টা। ১৯৮৩ থেকেই সান্তাক্লজের অফিসিয়াল এয়ারলাইন্স ফিনএয়ার। তখন থেকেই ক্রিসমাসের সময় বিশ্ব ভ্রমণে বেরিয়ে বিভিন্ন দেশের শিশুদের মন জয় করে আসছেন তিনি।

[আরও পড়ুন: তাওয়াং নিয়ে কেন নীরব কেন্দ্র, প্রশ্ন তুলে গান্ধীমূর্তির নিচে বিক্ষোভ বিরোধীদের]

প্রসঙ্গত, খ্রিষ্টীয় তিন শতকে সান্তা ক্লজের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। মনে করা হয় ওই সময় সেন্ট নিকোলাস নামে এক বৃদ্ধ প্রত্যেক বাড়িতে হাজির হয়ে শিশুদের উপহার দিতেন। তুরস্কে জন্ম এই সেন্ট নিকোলাস প্রচুর সম্পত্তির অধিকারী ছিলেন। অসহায় মানুষদের যেমন তিনি সাহায্য করতেন, তেমনি শিশুদের প্রিয় মানুষ হয়ে উঠেছিলেন। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার