shono
Advertisement

অস্বস্তির আর্দ্রতা থেকেই তৈরি হবে বিদ্যুৎ! তাক লাগানো পরিবেশবান্ধব আবিষ্কার

ভবিষ্যতে বিদ্যুতের ঘাটতি মেটাবে এই উদ্ভাবন, দাবি বিজ্ঞানীদের।
Posted: 09:28 PM Jun 17, 2023Updated: 09:29 PM Jun 17, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উষ্ণায়ন পৌঁছেছে চরম পর্যায়ে। শেষের সেদিন দূরে নয়, বলছেন পরিবেশবিদরা। এই অবস্থায় বিকল্প শক্তির খোঁজে গোটা পৃথিবীর বিজ্ঞানীরা। তেমনই এক সম্ভাবনার কথায় সকলেই অবাক। ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস আমহার্স্টের (University of Massachusetts Amherst) একদল গবেষক দাবি করেছেন, ঘণ মেঘের আর্দ্রতাকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। কীভাবে?

Advertisement

বিশেষত বর্ষাকালে আকাশের ঘণ কালো মেঘে বিদ্যুতের তরবারি দেখেছি সকলেই। আলোর ওই ঝলকানি, কড়কড়ানি শব্দ বুকে ভয় ধরায়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনাও বিরল না। না, সরাসরি এই বিদ্যুৎকে কাজে লাগানোর কৌশল এখনও আবিষ্কৃত হয়নি বটে, তবে অন্য উপায় বের করে ফেলেছেন বলে দাবি করেছেন ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস আমহার্স্টের গবেষক জিয়াওমেং লিউ এবং জুন মেও।

[আরও পড়ুন: রাতারাতি RBI থেকে উধাও ৮৮ হাজার কোটির ৫০০ টাকার নোট? প্রকাশ্যে চাঞ্চল্যকর দাবি]

দুই বিজ্ঞানীর দাবি, ঘণীভূত মেঘ যাতে বিন্দু বিন্দু জলকণা রয়েছে, তার থেকে বিদ্যুৎ তৈরির কৌশল আবিষ্কার করে ফেলেছেন তাঁরা। ঘণীভূত মেঘের প্রতিটি জলকণাই আসলে চার্জড পার্টিকল। এদের থেকে বিদ্যুৎ তৈরি করতে পারবে নয়া ডিভাইস। ইতিমধ্যে গবেষণাগারে নতুন যন্ত্রের মাধ্যমে বিদ্যাৎ উৎপাদনের প্রক্রিয়া শুরু হয়েছে। বিজ্ঞানীরা দাবি করেছেন, সাফল্যের দিকেই এগোচ্ছে তাঁদের কাজ। এর ফলে ভবিষ্যতে পরিবেশের ক্ষতি না করেও বিদ্যুতের ঘাটতি মেটানো সম্ভব হবে।

[আরও পড়ুন: ভারতের জেমস বন্ড! অস্ত্র নয়, স্রেফ মুখের কথায় থামান দাঙ্গা, গল্পকেও হার মানায় ডোভালের কীর্তি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার