shono
Advertisement

Breaking News

Offbeat News

প্রেমে অন্ধ! 'ব্লাইন্ড ডেটে' আলাপের ৪ ঘণ্টার মধ্যে বিয়ে করে সর্বস্বান্ত চিনের যুবক

বিয়ের তিনমাসের মধ্যেই সারাজীবনের সঞ্চয় খুইয়েছেন তিনি, অঙ্কটা কত জানেন?
Published By: Sucheta SenguptaPosted: 02:59 PM Nov 30, 2025Updated: 03:05 PM Nov 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে, প্রেম নাকি অন্ধ। একবার প্রেমে পড়লে চারপাশের জগৎ কার্যত অন্ধকার হয়ে যায়। সাময়িকভাবে লুপ্ত হয়ে যায় বাস্তব বোধবুদ্ধি। তেমনটাই হয়তো ঘটেছিল চিনা যুবক হুয়াং ঝংচেংয়ের। 'ব্লাইন্ড ডেটে' গিয়ে চারঘণ্টার মধ্যেই পছন্দের পাত্রীকে বিয়ে করেছিলেন বছর চল্লিশের যুবক। আর তার খেসারত দিতে হল সর্বস্ব খুইয়ে! বিয়ের তিনমাসের মধ্যে বরের সমস্ত সঞ্চয় হাতিয়ে চম্পট দিল তরুণী। সেই অঙ্কও খুব কম নয়। চিনা মুদ্রায় ২ লক্ষ ৪০ হাজার ইউয়ান, যা প্রায় ৩৪০০০ মার্কিন ডলার। এটাই ছিল হুয়াংয়ের সারাজীবনের সঞ্চয়।

Advertisement

ঘটনার সূত্রপাত মাস তিনেক আগে, আগস্টে। দক্ষিণ চিনের হুনান প্রদেশের বাসিন্দা হুয়াং ঝংচেং পাত্রী খুঁজতে গিয়েছিলেন 'ব্লাইন্ড ডেটে'। সেখানে পৌঁছনো মাত্রই চমকের পর চমক। হুয়াং দেখেন, একই তরুণীর জন্য এসেছেন আরও কয়েকজন পাত্র। অর্থাৎ একইসঙ্গে অনেককে 'ব্লাইন্ড ডেটে' আহ্বান জানিয়েছেন ওই তরুণী। একসঙ্গে এতজনকে দেখে প্রথমে তরুণী নিজেও হকচকিয়ে যান। 'স্বয়ম্বর সভা' থেকে পাত্র বাছতে তিনি ঘোষণা করেন, যা করার তখনই করে ফেলতে হবে। এই ঘোষণাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে হুয়াং জানিয়ে দেন, তিনি আজই তরুণীকে বিয়ে করবেন।

বিউটি পার্লারে কর্মরতা তরুণী তাতে রাজি হয়ে যান। মাত্র ৪ ঘণ্টার মধ্যে দ্রুত আয়োজন করে বিয়েও হয়ে যায় দু'জনের। এরপর থেকে বারবার নববিবাহিত স্ত্রী হুয়াংয়ের অর্থ, সম্পত্তির খবর নিতে থাকেন। কথায় কথায় টাকা চান। প্রেমে 'অন্ধ' হুয়াং তা দিয়েও দেন। এভাবেই একটা সময় পর যুবক দেখতে পান, তাঁর সারাজীবনের সঞ্চয় শূন্যে এসে দাঁড়িয়েছে!

'ব্লাইন্ড ডেট', প্রতীকী ছবি।

বিয়ে করে নিজের জীবনের এমন দুঃসময়ের কথা বলতে গিয়ে হুয়াং বলেন, ''বিয়ের পর ও বলেছিল, 'স্বপ্নের মতো লাগছে!' আমরা ওই রাতে একটা হোটেলে ছিলাম, দু'জনের মধ্যে ঘনিষ্ঠতা হয়। কিন্তু পরদিন থেকেই ওর আচরণে বদল আসে। আমাকে ছুঁতে পর্যন্ত দিতে চাইত না। ঘনঘন আমার অর্থ, সম্পত্তির কথা জিজ্ঞেস করে। বলে যে আরও অর্থ উপার্জনের জন্য গুয়াংডংয়ে যেতে হবে। এরপর বিভিন্ন কারণে আমার থেকে টাকা চাইতে থাকে। কখনও চিনা ভ্যালেন্টাইন্স ডে উদযাপন, কখনও ল্যাপটপ কেনা। শেষে আমি দেখি যে সারাজীবনের সঞ্চয় সে একাই খরচ করে ফেলেছে! আমি এখন সর্বস্বান্ত।'' এখন আর স্ত্রীর সঙ্গে কোনওভাবেই যোগাযোগ করতে পারছেন না হুয়াং।

এমন অভিনব প্রতারণার কথা গোটা চিনে ছড়িয়ে পড়েছে। সকলে সতর্ক করছেন, 'ব্লাইন্ড ডেট' বা সোশাল মিডিয়ায় অল্প আলাপের পর বিয়ে করে ফেলাটা আসলে একটা ফাঁদও হতে পারে। এভাবে আর্থিক কেলেঙ্কারিও বাড়ছে। তাই এই পদ্ধতিতে বিয়ের আগে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া জরুরি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • 'ব্লাইন্ড ডেটে' গিয়ে ৪ ঘণ্টার মধ্যেই তরুণীকে বিয়ে করে সর্বস্ব খোয়ালেন চিনা যুবক!
  • বিয়ের পর থেকে নাকি স্ত্রী শুধুই তাঁর থেকে অর্থ চাইতেন, বিশ্বাস করে তা দিতেন।
  • কিছুদিন পর যুবক বুঝতে পারেন, তাঁর সারাজীবনের সঞ্চয়, প্রায় ৩৪০০০ ডলার স্রেফ শূন্যে এসে দাঁড়িয়েছে।
Advertisement