shono
Advertisement

Breaking News

Offbeat News

ফের গুগল ম্যাপ বিভ্রাট! এবার রাজস্থানে জলের তোড়ে গাড়ি ভেসে মৃত ৪

রাজস্থানের চিতোরগড়ের ঘটনায় মৃতদের মধ্যে রয়েছে ২ শিশুও।
Published By: Sucheta SenguptaPosted: 12:01 PM Aug 31, 2025Updated: 12:09 PM Aug 31, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের গুগল ম্যাপ দেখে গাড়ি চালানোয় মর্মান্তিক পরিণতি। এবার রাজস্থানের চিতোরগড়ে খরস্রোতা নদীর জলে ভেসে গেল গাড়ি। মুহূর্তের মধ্যে জলের তোড়ে তলিয়ে গেলেন গাড়িতে থাকা একই পরিবারের চারজন। মৃতের তালিকায় দুই শিশু ছাড়াও রয়েছেন দুই মহিলা। খোঁজ মিলছে না আরও এক শিশুর। কোনওরকমে উদ্ধার করা হয়েছে গাড়িতে থাকা পরিবারের বাকি পাঁচজন সদস্যকে।

Advertisement

ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার। তবে প্রকাশ্যে এসেছে সম্প্রতি। পুলিশ সূত্রে খবর, পরিবারের সদস্যরা তীর্থযাত্রা সেরে ফিরছিলেন ভিলওয়াড়ায়। গুগল ম্যাপ অনুসরণ করে চলছিল গাড়িটি। দেখতে দেখতে কালভার্টের কাছে পৌঁছে যায় গাড়িটি। ওই কালভার্ট ও সোমি-উপরেদা সেতুতে যে যান চলাচল নিষিদ্ধ ছিল, সেই বোর্ড চোখে পড়েনি গাড়ির চালকের। তিনি বানাস নদীর উপরের ওই সেতু দিয়েই পারাপারের চেষ্টা করছিলেন। তাতেই ঘটে যায় চরম বিপত্তি। গাড়িটি সেতুর উপরে উঠে আটকে পড়ে। তারপর কিছু সময়ের মধ্যেই জলের তোড়ে ভেসে যায়।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গাড়ির জানালা ভেঙে বাইরে বেরিয়ে এসেছিলেন এক ব্যক্তি। তিনিই প্রথমে এক আত্মীয়কে ফোন করে সবটা জানান। সেই আত্মীয়কে পুলিশকে খবর দেন। খবর পেয়েই ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় পুলিশ। এরপর রাতের অন্ধকারেই নৌকা জোগাড় করে পুলিশ ও স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করেন। মোবাইলের আলোয় চলতে থাকে উদ্ধারকাজ। তবে খরস্রোতা নদীর জল পেরিয়ে অকুস্থলে পৌঁছতেই পুলিশের বেশ কিছুটা সময় লেগে যায়। ততক্ষণে দুইজন মহিলা ও দুই শিশু তলিয়ে গিয়েছে।

গুগল ম্যাপ অনুসরণ করে এগোতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ার দৃষ্টান্ত এই প্রথম নয়। এর আগেও মর্মান্তিক পরিণতি হয়েছে। ২০২৪ সালের নভেম্বর মাসে উত্তরপ্রদেশের বরেলিতে গুগল ম্যাপ দেখে এগোতে গিয়ে একটি গাড়ি সেতু থেকে নিচে নদীতে উলটে পড়ে গিয়েছিল। সেই ঘটনায় তিনজনের প্রাণহানি হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফের গুগল ম্যাপ দেখে গাড়ি চালিয়ে বিপত্তি।
  • রাজস্থানের চিতোরগড়ে খরস্রোতা নদীর জলে ভেসে গেল গাড়ি, মৃত ৪।
  • মৃতের তালিকায় দুই শিশু ছাড়াও রয়েছেন দুই মহিলা।
Advertisement