সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমরা অনেক রকম স্বপ্ন দেখে থাকি। একেক স্বপ্নের একেক অর্থ। আবার একেক স্বপ্নের একেক ফলও ঘটতে দেখা যায় অনেকসময়। বলা হয়ে থাকে, প্রতীকের মাধ্যমে স্বপ্নে আমরা ঈশ্বরের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হই। আবার বিপরীতটাও ঘটতে পারে। সেক্ষেত্রে অবশ্য তাকে স্বপ্ন না বলে দুঃস্বপ্ন বলাই ভালো। যদিও দুঃস্বপ্ন দেখলে ঈশ্বরের কাছে প্রার্থনা করলে স্বপ্নের গতিপথ ঘুরে যায়।
গবেষণায় দেখা গিয়েছে, যেসব মহিলা বাস্তবে গর্ভবতী, তাদের ৬৭ থেকে ৮৮ শতাংশ গর্ভাবস্থা সম্পর্কিত স্বপ্ন দেখেন। কিন্তু যারা গর্ভবতী নন, তাদের স্বপ্নের কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে কি? না, তেমন কোনও তথ্য এখনও পর্যন্ত নেই।
১) এমন স্বপ্নের অর্থ হতে পারে আপনি জীবনে নতুন ও উত্তেজনাপূর্ণ কোনও অভিজ্ঞতার সম্মুখীন হতে চলেছেন।
২) এই স্বপ্ন মানসিক উন্নতির ইঙ্গিত দেয়। একই সঙ্গে শারীরিক সক্ষমতার প্রতীক।
৩) এমন স্বপ্নের অর্থ সৃষ্টিশীল হওয়ার আকাঙ্খা। আপনি নিশ্চিত কোনও গঠনমূলক কাজে অংশগ্রহণ করতে চলেছেন। কিংবা আপনার নতুন কোনও প্ল্যান বাস্তবায়িত হতে চলেছে।
৪) যদি স্বপ্নে দেখেন যে আপনার প্রসবের সময় হয়েছে, তবে বুঝতে হবে আপনার দীর্ঘদিনের কোনও লক্ষ্য পূরণ হতে চলেছে।
৫) যদি স্বপ্নে গর্ভাবস্থার কারণে দুশ্চিন্তা বা সকালে অসুস্থতা দেখা দেয়, তবে বাস্তবের কোনও ঘটনা আপনাকে উদ্বিগ্ন করে তুলছে। অবচেতনে সেই ঘটনা আপনাকে প্রভাবিত করছে।
৬) যদি বারবার এমন স্বপ্ন দেখার পর আপনার মনে সন্দেহ জন্মায়, তবে দেরি না করে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন এবং সঠিক উপায়ে গর্ভাবস্থা পরীক্ষা করে নিশ্চিত হন।
