আচমকা উত্তপ্ত ঘর, বাষ্প হয়ে যাচ্ছে জল, রহস্যময় ঘটনায় বাঁকুড়ায় জোর শোরগোল

05:19 PM May 20, 2023 |
Advertisement

টিটুন মল্লিক, বাঁকুড়া: সিঁড়ির তলায় রাখা হাঁড়ির এক ফোঁটা জল মাথার উপরে পড়তেই ব্রহ্মতালু জ্বলে গেল। মনে হল, জল নয়, উপর থেকে যেন ফোঁটা ফোঁটা অ্যাসিড পড়ছে। বাঁকুড়ার (Bankura)ছাতনা ব্লকের ভুঁইয়া পাড়ার একতলা ঘরটা ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। আচমকা যেন স্থানীয় বাসিন্দা কাশীনাথ কুম্ভকারের ঘরটা যেন পুড়ে খাক হয়ে যাচ্ছে। ঝকঝকে তকতকে একতলা ঘরটিতে গরমের চোটে টেকা দায়। সিমেন্টের মেঝে, দেওয়ালে প্লাস্টার ক্রমেই তপ্ত হচ্ছে। সিঁড়ির তলায় রাখা হাঁড়ির জলেরই এক ফোঁটা মাথায় পড়তে ঝাঁ ঝাঁ করে উঠল। সরে আসতে হল ঘরের এক পাশে।

Advertisement

প্রশ্ন হল, কেন ক্রমেই তপ্ত (Hot) হয়ে উঠছে এই বাড়ির ভিতর? এহেন রহস্যময় ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় বাঁকুড়ায়। ওই বাড়ির মালিক ষাটোর্ধ্ব কাশীনাথ কুম্ভকার বলেন, “দিনকয়েক ধরে আগুনের মতো গরম হয়ে যাচ্ছিল ঘর। যেন বাড়ির ভিতর আগুনের মতো গরম হয়ে যাচ্ছে। ওই গরম কমাতে চট জলে ভিজিয়ে গরম অংশগুলিতে দেওয়া হয়। কিছুক্ষণ বাদে বাষ্প উঠছে। ঠিক যেন ফুটন্ত জল থেকে বাষ্প বেরিয়ে আসে।”

[আরও পড়ুন: ‘CPM আমলে ১ মিনিটে ভরতি করা যেত’, অব্যবস্থার অভিযোগে SSKM বয়কটের ডাক মদনের]

খবর ছড়াতেই তপ্ত ঘর দেখতে ভিড় জমান দূরদূরান্তের মানুষজন। শনিবার ঘটনার খবর পেয়ে ওই বাড়ি পরিদর্শনে গিয়েছিলেন ছাতনা থানার পুলিশ। তবে তাদের থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিডিও শিশুতোষ প্রামাণিক বলেন, “আমার মনে হয় বাড়িটি তৈরি করার সময় মাটি ভরাট করা হয়েছিল। তখন গাছের পাতা থেকে গিয়েছিল। ওই পাতা পচে বর্তমানে গ্যাস তৈরি হওয়ায় তপ্ত হচ্ছে।”

Advertising
Advertising

দেখুন ভিডিও: 

[আরও পড়ুন: সিদ্দার শপথে হাজির ৬ মুখ্যমন্ত্রী, অধিকাংশ বিরোধী দলকে পাশে পেল কংগ্রেস]

Advertisement
Next