shono
Advertisement
Delhi Metro

তিন বছর পর মেট্রোর ভিড়ে চোখ পড়ে গেল প্রাক্তনের চোখে, তারপর...

জনসমুদ্রের মাঝে প্রাক্তনের মুখ দেখে আবেগে ভাসলেন এক যুবক।
Published By: Kousik SinhaPosted: 07:37 PM Oct 16, 2025Updated: 07:37 PM Oct 16, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বহু মানুষের জীবনেই কেউ না কেউ থাকেন, যিনি 'প্রাক্তন'। অর্থাৎ কখনও ছিলেন, আজ আর সম্পর্ক নেই! সময়ের সঙ্গে বেড়েছে দূরত্ব। শুধু স্মৃতির পাতাতেই রয়ে যায় প্রাক্তনরা। কিন্তু সেই প্রাক্তনের সঙ্গে যদি হঠাৎ মাঝরাস্তায় দেখা হয়ে যায়! অনেকটা সিনেমার মতো। সেভাবেই জনসমুদ্রের মাঝে প্রাক্তনের মুখ দেখে আবেগে ভাসলেন এক যুবক। শুধু তাই নয়, সেই অভিজ্ঞতা নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্ট রেডিটে ভাগ করে নেন ওই যুবক। আর সেই পোস্ট একেবারে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। রীতিমতো যা ভাইরাল। অনেকেই তা নিজের ওয়ালে শেয়ার করে নিজের অভিজ্ঞতা জানিয়েছেন।

Advertisement

হঠাৎ প্রাক্তনের সঙ্গে দেখা হওয়ায় যে আবেগ, তাতে মিশে রয়েছে নস্ট্য়ালজিয়া, অভিমান আবার কিছুটা অস্বস্তিও। এমন অভিজ্ঞতা অনেকেরই হয়। তাই দিল্লির এই যুবকের পোস্টটির সঙ্গে মিল পাচ্ছেন অনেকেই। দিল্লির মেট্রো প্লাটফর্মের ছবি দিয়ে নিজের সেই অভিজ্ঞতার কথা লিখেছেন ওই যুবক। পোস্টে ওই যুবক লিখেছেন, "গুরগাঁও থেকে গ্রিন পার্কের দিকে ফিরছিলাম কাজ শেষে। রাজীব চক মেট্রো স্টেশনে মেট্রো থামতেই প্রচুর মানুষ হুড়মুড়িয়ে ট্রেনে উঠল। আর সেই ভিড়েই দেখতে পেলাম তাকে। আমার প্রাক্তন। ২০২২-এর পর থেকে তাকে আর কখনও দেখিনি।"

প্রথমটায় কিছুই না দেখার ভান করছিলেন ওই যুবক। কিন্তু সেই প্রাক্তন প্রেমিকাও দেখে ফেলেন যুবককে। চোখ চাওয়া, একটু হাসা। এরপরেই শুরু কথা। একে অপরকে বলে ওঠেন, 'আরে... অনেক দিন পর।' তারপর দৈনন্দিন জীবন, কাজকর্ম নিয়ে কিছু কথাবার্তা। কিন্তু একটা অস্বস্তিজনক পরিস্থিতি যেন কিছুতেই কাটছে না। এরপর হজ খাস মেট্রো স্টেশনে নেমে যান গল্পের 'নায়িকা'। পিছন ফিরে বলে যান, 'দেখা হয়ে ভালো লাগল।' উত্তরে যুবকও বলেন, 'আমারও।' পুরনো কথা ভাবতে ভাবতে গন্তব্যের স্টেশনে নামতেই ভুলে যান যুবক। সে এক অন্য অনুভূতি!

যদিও এই গল্প এখানেই শেষ! তবে সেই গল্পটা সবাই এতটাই মেলাতে পারছেন যে হু হু করে ভরছে কমেন্ট বক্স। কেউ কেউ মনে করিয়ে দিয়েছেন, ওই দিনটাই ছিল কারবা চৌথ। অনেকেই পরামর্শ দিয়েছেন, পুরনো সম্পর্ক থেকে সরে যাওয়াই ভালো। শুধু তাই নয়, অনেকেই আবার নিজেদের প্রাক্তনের কথাও মনে করছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দিল্লির মেট্রো প্লাটফর্মের ছবি দিয়ে নিজের সেই অভিজ্ঞতার কথা লিখেছেন ওই যুবক।
Advertisement