সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুস্থ সবল মানুষ যে কাজ করতে ভয় পান, তা করে দেখালেন পাঞ্জাবের (Punjab) যুবক ভগবান সিং মোগা (Bhagwan Singh Moga)। ভগবানের দু’টি পা-ই নেই। তবু বাধা হতে পারেনি তাঁর পাহাড় চড়ে তীর্থ করার শখ। ১৫ হাজার ফুট উচ্চতা ছুঁয়ে ফেললেন তিনি। উত্তরাখণ্ডের (Uttarakhand) হেমকুণ্ডে (Hamkunda) পৌঁছে তাক লাগিয়ে দিলেন সকলকে।
ভগবান লুধিয়ানার (Ludhiana) বাসিন্দা। আর পাঁচজনের মতোই সুস্থ স্বাভাবিক ছিলেন এক সময়। কিন্তু বছর দশেক আগে ট্রেন দুর্ঘটনায় বদলে যায় জীবন। প্রাণে বাঁচলেও খোয়া যায় দুই পা। যদিও অন্যদের মতো মনের শক্তি হারাননি ভগবান। অসহায় বোধ করেননি। নতুন কঠিন জীবনকে গ্রহণ করেছেন। তবে পাহাড় চড়ার ইচ্ছে জেনে বউ ও পরিবারের অন্য সদস্যরা বেঁকে বসেছিলেন। তাঁরা একা ছাড়তে চাননি ভগবানকে। যদিও তিনি জেদ ধরেন, ১৫ হাজার ফুট উচ্চতার গন্তব্য হেমকুণ্ডে একাই যাবেন।
[আরও পড়ুন: মাছ ধরতে গিয়ে জ্যাকপট! জালে উঠে এল ২৮ কোটির ‘সম্পদ’]
উল্লেখ্য, উত্তরাখণ্ডের ‘হেমকুণ্ড সাহিব’ বিখ্যাত তীর্থস্থান। সেখানে পৌঁছানো শারীরিক ভাবে অক্ষম প্রথম ব্যক্তি লুধিয়ানার ভগবান সিং মোগা বটে। তবে এর আগে ৯৭ বছরের এক বৃদ্ধা পায়ে হেঁটে ১৫ হাজার ফুট উচ্চতার তীর্থস্থলে পৌঁছে তাক লাগিয়ে দিয়েছিলেন।