রাজকুমার, আলিপুরদুয়ার: অবাক করা ঘটনা জলদাপাড়া জাতীয় উদ্যানে! চিতাবাঘ বা অন্যান্য মাংসাশী বুনো জন্তু মানুষকে কামড়ে আক্রমণ করে। কিন্তু গণ্ডার মানুষকে কামড়ে দিয়েছে, এমন ঘটনা সাধারণত শোনা যায় না। কিন্তু তেমন ব্যতিক্রমী ঘটনাই ঘটে গেল জলদাপাড়ায়। এলাকার এক মহিলার উপর হামলা চালিয়ে, তাঁকে কামড়ে দুই আঙুল ছিড়ে নিল গণ্ডার! রবিবার বিকেলে জলদাপাড়া জাতীয় উদ্যান লাগোয়া উত্তর শিমলাবাড়িতে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। হাসপাতালে গিয়ে চিকিৎসা করান মহিলা। এই ঘটনায় অবাক বনকর্মীরাও। ঠিক কী ঘটেছে, তার তদন্ত শুরু করেছে বনদপ্তর।
জানা গিয়েছে, রবিবার জলদাপাড়া লাগোয়া জঙ্গল থেকে গরু আনতে গিয়েছিলেন সীতা মায়া রায় নামে এক মহিলা। তিনি জঙ্গল লাগোয়া শিমলাবাড়ি গ্রামের বাসিন্দা। আচমকা একসঙ্গে দুটি গণ্ডার তাঁর সামনে এসে পড়ে। বড় গণ্ডারটি ছুটে পালিয়ে গেলেও ছোটটি মহিলার উপর হামলা চালায়। এবং ডানহাতে কামড় বসিয়ে দেয়। তাতে দুটো আঙুল ছিঁড়ে যায় বলে জানিয়েছেন জখম মহিলা। তাঁকে আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জখম মহিলার ডান হাতের বুড়ো আঙুল ও তার পাশের আঙুলটি গণ্ডার কামড়ে ছিঁড়ে নিয়েছে। ক্ষতস্থানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।
জখম সীতা মায়া রায় বলেন, “আমি গরু আনতে গিয়েছিলাম। দুটি গণ্ডার একসঙ্গে চলে আসে। বড় গণ্ডারটি ছুটে পালিয়ে যায়। কিন্তু ছোটটি আমার কাছে এসে ডানহাতে কামড় দিয়ে দুটি আঙুল ছিঁড়ে নেয়। গণ্ডার যে এভাবে হামলা চালাবে, তা ভাবতে পারিনি।'' এই ঘটনায় এদিন জলদাপাড়া জাতীয় উদ্যান লাগোয়া উত্তর শিমলাবাড়ি গ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জলদাপাড়া জাতীয় উদ্যানের ডিএফও পারভীন কাশোয়ান বলেন, ''আমরা খবর নিয়ে দেখছি ঠিক কী ঘটনা ঘটেছিল। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।”
