সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসম বয়সি যৌন সঙ্গমের কথা প্রায় শিরনামে আসে। তবে স্কুলের ছাত্রের সঙ্গে শিক্ষিকার যৌন সম্পর্ক! বিষয়টি ঠিক মেনে না নেওয়ার মতোই। তবে নেশায় তেমনটাই হয়েছে। তা অকপটে স্বীকারও করলেন যুবতী। তবে কাজটি উচিত হয়নি বলেও মেনেছেন তিনি।
ঘটনাটি আয়ারল্যান্ডের। সাল ২০১৮। সেই সময় ১৮ বছর বয়সী তরুণ স্কুল শেষ করে কলেজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। সেই সময় তাঁর এক শিক্ষিকার সঙ্গে দেখা হয় তরুণের। তারপরই দু'জন একসঙ্গে গিয়ে ওঠেন এক হোটেলে। রাত কাটান। সেখানেই ছাত্রের সঙ্গে উত্তাম যৌন সঙ্গমে মাতেন তাঁরা। ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন শিক্ষিকা। তা স্বীকার করে যুবতী জানিয়েছেন সেই দিনই শেষ। তারপর প্রাক্তন ওই ছাত্রের সঙ্গে তিনি আর দেখা করেননি। কথাও হয়নি তাঁদের।
শিক্ষিকা জানিয়েছেন, "২০১৮ সালের গরমের সময়। আমি বারে গিয়েছিলাম। সেখানে ওই ছাত্রের সঙ্গে দেখা। তরুণ আমাকে জিজ্ঞাসা করেন কেমন আছেন? তারপর আমরা একটি হোটেলে গিয়ে রাত কাটাই। শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ি। সকালে উঠে আমি আগে ওখান থেকে বেরিয়ে আসি। তারপর থেকে আর ওই ছাত্রের সঙ্গে দেখা হয়নি।" তবে এই কাজ যে ঠিক হয়নি তা স্বীকার করেছেন শিক্ষিকা। তিনি বলেন, "আমি শিক্ষিকা হিসাবেই সব কিছু পেয়েছি। এই চাকরি না পেলে আমি কী করতাম জানি না। এই কাজ ঠিক হয়নি।"
