সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পশুরাজের 'তাজ'-এর পাশাপাশি একটা সময় রয়্যাল বেঙ্গলের গৌরবও ছিল গুজরাটের মুকুটে। তাও প্রায় ৩ দশক হল সে গৌরব হারিয়েছে গুজরাট। তবে হারানো গৌরব ফিরে এল অপ্রত্যাশিত ভাবেই। প্রায় ৩২ বছর পর গুজরাটে আবার দেখা মিলল হারিয়ে যাওয়া রয়্যাল বেঙ্গলের। সম্প্রতি দাহুদ জেলার রতনমহল অভয়ারণ্যে বন বিভাগের ক্যামেরায় ধরা পড়ল প্রাপ্তবয়স্ক এক পুরুষ বাঘ।
বনদপ্তরের ক্যামেরায় ধরা পড়ল বাঘ।
এশিয়ার সিংহের পীঠস্থান বলা হয় গুজরাটকে। সেই কৃতিত্বের পাশাপাশি এখানকার জঙ্গলে বাকি দুই 'বিগ ক্যাট' গোষ্ঠীভুক্ত সদস্য লেপার্ড ও বাঘের অস্তিত্ব বনবিভাগের জন্য যে বিরাট সাফল্য তা আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। রাজ্যের বনমন্ত্রী অর্জুন মোধওয়াদিয়া বলেন, এই ঘটনা এটাই প্রমাণ করে যে একদিকে গুজরাটের জঙ্গলে বন্যপ্রাণীর সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাস্তুতন্ত্রের যেমন উন্নতি হচ্ছে, তেমনই প্রাণের বৈচিত্র বৃদ্ধি পাচ্ছে।
বনবিভাগের এক শীর্ষ আধিকারিক বলেন, গুজরাট ও মধ্যপ্রদেশের সীমান্তবর্তী ঝাবুয়া এবং কাঠিওয়াড়া অঞ্চলের জঙ্গলে এই বাঘটিকে দেখা গিয়েছে। এটি একটি পুরুষ বাঘ। যার আনুমানিক বয়স ৫ বছর। গত ৯ মাস ধরে গুজরাটের রতনমহল অভয়ারণ্যেই বাস করছে বাঘটি। গত ৯ মাস ধরে নিয়মিত বাঘটিকে পর্যবেক্ষণ করা হচ্ছে। রিপোর্ট বলছে, এই সাফল্যের নেপথ্যে রয়েছে মধ্যপ্রদেশ ও গুজরাটের এই বন্যপ্রাণ করিডোর। বিগত কয়েক বছরে মধ্যপ্রদেশের এই জঙ্গলে বাঘের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। যার জেরে মধ্যপ্রদেশের জঙ্গল থেকে গুজরাটের জঙ্গলে এসেছে বাঘটি।
বনদপ্তরের তরফে প্রকাশিত ছবি।
উল্লেখ্য, ১৯৮৫ সালে গুজরাট থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল রয়্যাল বেঙ্গল। ওই বছর ডাং জেলার জঙ্গলে শেষবার পথ দুর্ঘটনায় মৃত্যু হয় শেষ বাঘটির। এরপর ২০০০ সালে এখানকার জঙ্গলে ক্ষণিকের জন্য একটি বাঘের উপস্থিতি নজরে আসে। অনুমান করা হয়, মধ্যপ্রদেশ কিংবা রাজস্থানের জঙ্গল থেকে কোনওভাবে চলে এসেছিল সেটি। তারপর আর এখানে বাঘের দেখা মেলেনি। এত বছর পর ফের গুজরাটে বাঘের দেখা মেলা এবং গত ৯ মাস ধরে একই জঙ্গলে তার ঘাঁটি গেড়ে থাকার ঘটনা বন দপ্তরের কাছে নতুন আশার আলো।
