shono
Advertisement

মা জাহাদ-বাবা জিয়া, দেশের প্রথম রূপান্তরিত যুগলের কোল আলো করে এল ফুটফুটে সন্তান

পুত্র না কন্যাসন্তান, সে বিষয়ে বিশেষ গোপনীয়তা রয়েছে নতুন মা-বাবার।
Posted: 08:42 PM Feb 08, 2023Updated: 08:43 PM Feb 08, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিহাস তৈরির প্রেক্ষাপট রচনা হয়েছিল আগেই। নতুন অধ্যায়ের সূচনা হওয়াটা ছিল সময়ের অপেক্ষা। বুধবার, শুভক্ষণে সেই অধ্যায়ের সূচনা হয়ে গেল। দেশের প্রথম রূপান্তরিত যুগল (Transgender Couple) জন্ম দিলেন ফুটফুটে সন্তানের। কেরলের এক সরকারি হাসপাতালে বুধবার সকাল সাড়ে ৯টা নাগাদ সন্তানের জন্ম হয়েছে। যদিও সন্তানের লিঙ্গ সম্পর্কে কোনও তথ্য দিতে নারাজ মা জাহাদ, বাবা জিয়া। তবে তাঁদের সন্তান (Newborn) নিঃসন্দেহে দেশে নতুন অধ্যায় শুরু করল, তা বলাই বাহুল্য।

Advertisement

কেরলের (Kerala) কোঝিকোড় শহরের বাসিন্দা জিয়া ও জাহাদ। ছেলে হিসেবে জন্ম হয়েছিল জিয়ার। কিন্তু মন থেকে নিজেকে মেয়েই ভাবতেন। স্বাবলম্বী হওয়ার পর নিজের লিঙ্গ পালটে ফেলেন জিয়া। প্রায় একই গল্প জাহাদের। মেয়ে হিসেবে জন্ম হয়েছিল তাঁর। কিন্তু বরাবর ছেলে হতে চেয়েছিলেন। তারপর লিঙ্গ পরিবর্তন (Sex Change)  করান। অনেক কঠিন সময়ের মধ্যে যেতে হয়েছে দু’জনকে। তাই তিন বছর আগে যখন দেখা হয়েছিল জিয়া-জাহাদের, আত্মিক টান অনুভব করেই একে অপরকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন তাঁরা।

[আরও পড়ুন: ‘অন্ধকার সরিয়ে জ্বলন্ত সূর্য হয়ে ফিরলাম’,’পাঠান’ নিয়ে নতুন পোস্টে নিন্দুকদের কড়া জবাব শাহরুখের]

তারপরের গল্প তো তাঁরাই তুলে ধরেছেন গোটা বিশ্বের সামনে। জিয়ার স্বপ্ন ছিল মা হওয়ার। জাহাদ চেয়েছিলেন বাবা হতে। তবে জন্মসূত্রে যেহেতু জাহাদ মেয়ে লিঙ্গ পরিবর্তন করার পরও গর্ভধারণ তিনিই করেছেন। চলতি মাসের প্রথম দিকে অন্তঃসত্তা জিয়া ও জাহাদ ফটোশুটে ঝড় তুলেছিলেন। বুঝিয়েছিলেন, তাঁরাও পারেন মাতৃত্ব-পিতৃত্বের (Parent) স্বাদ অনুভব করতে। সঠিক সময়ে সন্তানের জন্মদান করে নয়া ইতিহাস গড়লেন জাহাদ। হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, সিজারিয়ানের মাধ্যমে তাঁদের সন্তান হয়েছে। সন্তান ও জাহাদ দু’জনের শারীরিক অবস্থাই ভাল। 

[আরও পড়ুন: প্রেমদিবসে ভালবাসুন এবং আলিঙ্গন করুন, তবে গরুকে, পরামর্শ মোদি সরকারের]

তবে কন্যা নাকি পুত্র সন্তান তাঁদের – সে বিষয়টি একেবারেই গোপনে রয়েছে। তাঁরা এখনই এ বিষয়ে প্রকাশ্যে কিছু জানাতে চান না। তার লিঙ্গ যাই-ই হোক, দেশের প্রথম রূপান্তরিত যুগলের সন্তান হিসেবে আত্মপ্রকাশ করল, এটাই বোধহয় নবজাতকের সবচেয়ে বড় পরিচয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার