সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড় রাস্তা। হু-হু করে ছুটছে গাড়ি। তার মাঝে বাইকে দুই যুগল। এতে অস্বাভাবিকের আছে! না, যুবতী প্রেমিককে জাপটে ধরে বসেছেন বাইকের জ্বালানি ট্য়াঙ্কের উপরে। ভালোবাসার মানুষের বাহুডোরেই যেন তিনি হারিয়ে গিয়েছেন! নয়ডায় বাইকে এমন কেরামতি দেখাতে গিয়ে মূল্য চোকাতে হয় যুগলকে। সেই ভিডিও তুলে উত্তরপ্রদেশ পুলিশের সতর্কমূলক পোস্ট ভাইরাল সামাজিক মাধ্যমে।
উত্তরপ্রদেশে ইদানিংকালে ফিল্মি কায়দায় বাইক চড়ার প্রবণতা বেড়েছে। তাঁদের সতর্ক করে পোস্ট করে উত্তরপ্রদেশ পুলিশ। তারা লিখেছে, 'এইভাবে রাস্তায় চললে সিনেমার ক্লাইমাক্স নয়, বড় অঙ্কের বিল আপনার হাতে আসবে। নিরাপদে বাইক চালান, নিয়ম মেনে চলুন, এবং আপনার প্রেমেকে অনেক দূর এগিয়ে নিয়ে যান।' পোস্টটি পছন্দ করেছেন অনেকে। যুবসমাজকে সতর্ক করতে অভিনব উপায় মন কেড়েছে বিশেষজ্ঞদেরও। পুলিশের প্রশংসা করেছেন অনেকে।
একজন মজা করে মন্তব্য করেছেন, 'জরিমানা কে দেবে! রোমিও নাকি জুলিয়েট। নাকি তাদের বাবা মা। বাবা-মা জরিমানা দিলে তাদের সম্পর্ক সামনে চলে আসবে। তাই সতর্ক থাকুন।' আরও একজন লিখেছেন, 'নিরাপদে বাইক চালান। নিয়ম মেনে চলুন। আপনার সম্পর্ক রক্ষা করুন।'
