সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাক্তন প্রেমিকাকে জোর করে চুমু খেতে গিয়ে ভয়ংকর বিপদে ঘটালেন যুবক। ক্ষেপে উঠে এক কামড়ে যুবকের জিভ ছিঁড়ে নিলেন তরুণী! উত্তরপ্রদেশের কানপুর শহরের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। হাসপাতালে চিকিৎসা চলছে গুরুতর আহত যুবকের। কীভাবে ঘটল আজব কাণ্ড?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই বিপদ হয়েছে। কানপুরের দরিয়াপুরের বাসিন্দা চম্পি। বিবাহিত হয়েও এলাকারই এক তরুণের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। সম্প্রতি তরুণীর অন্যত্র বিয়ে ঠিক হয়। এরপর প্রেমিকের সঙ্গে দূরত্ব বাড়ান তিনি। যা পছন্দ হয়নি চম্পির। তিনি বার বার প্রেমিকার সঙ্গে দেখা করার চেষ্টা করেন।
ঘটনা নাটকীয় মোড় নেয় এক সোমবার। ওই দিন এলাকার পুকুর ধারে তরুণীর সঙ্গে দেখা হয় চম্পির। এই সুযোগ হাতছাড়া করতে চাননি যুবক। তিনি তরুণীকে জোরিয়ে ধরে জোর করে চুমু খাওয়ার চেষ্টা করেন। প্রাথমিকভাবে প্রতিরোধ তৈরি করেন তরুণী। ফের চম্পি একই কাজ করতে করলে তাঁর জিভ কামড়ে ছিড়ে নেন তরুণী।
যন্ত্রণায় চিৎকার করে ওঠেন রক্তাক্ত চম্পি। আর্তনাদ শুনে গ্রামবাসীরা ছুটে আসেন। তারাই যুবককে হাসপাতালে ভর্তি করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কানপুরের বড় হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করেছে যুবকের পরিবার।
