সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাধ্যমিক পাশ হওয়ায় চাকরি ক্ষেত্রে প্রতিযোগিতার দৌড়ে অনেক পিছিয়ে রয়েছেন বলে দুশ্চিন্তায় ভুগছেন? আদৌ চাকরি পাবেন কিনা, তা ভাবতে ভাবতেই সময় কেটে যাচ্ছে? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, আশাকর্মী (ASHA worker) নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। তমলুক, হলদিয়া, এগরা এবং কাঁথিতে রয়েছে শূন্যপদ। আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে ভুলবেন না। আবেদনের আগে জেনে নিন শূন্যপদ সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।
আবেদনের শর্ত:
- ন্যূনতম মাধ্যমিক পাশ হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
- শুধুমাত্র বিবাহিত/বিবাহ বিচ্ছিন্ন/বিধবা মহিলারা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
- আবেদনকারী যে এলাকার জন্য আবেদন করছেন সেখানকার স্থায়ী বাসিন্দা হতে হবে।
[আরও পড়ুন: ইঞ্জিনিয়ারিং পাশ? ভারতীয় রেলে রয়েছে মোটা বেতনের চাকরির সুযোগ]
আবেদনকারীর বয়সসীমা:
১ জানুয়ারি, ২০২১ তারিখের নিরিখের ন্যূনতম ৩০ থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন। তবে তফশিলি জাতি ও উপজাতির ক্ষেত্রে ন্যূনতম ২২ বছর বয়সিরা আবেদন করতে পারেন।
আবেদনপত্র পাওয়া যাবে:
https://purbamedinipur.gov.in এই ওয়েবসাইটেই পাওয়া যাবে আবেদনপত্র।
আবেদনের পদ্ধতি:
আবেদনকারীকে আগামী ২৪ ডিসেম্বর বিকেল ৫টার মধ্যে আবেদনপত্র ব্লক ডেভেলপমেন্ট অফিস স্পিড পোস্ট বা রেজিস্ট্রার্ড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে।
আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে:
- শিক্ষাগত যোগ্যতা, স্থায়ী বাসিন্দা, বয়স, বিবাহিতদের ক্ষেত্রে স্বামীর নামোল্লিখিত যেকোনও সরকারি পরিচয়/প্রমাণপত্র, বিবাহবিচ্ছিন্ন এবং বিধবাদের ক্ষেত্রে নির্দিষ্ট প্রমাণপত্র জমা দিতে হবে।
- তফশিলি জাতি, উপজাতির প্রার্থীদের জাতি শংসাপত্র জমা দিতে হবে।
- দু’টি পাসপোর্ট মাপের ছবিও আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।
আবেদন সংক্রান্ত যেকোনও তথ্যের জন্য আগ্রহী প্রার্থীকে https://purbamedinipur.gov.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।