shono
Advertisement

Breaking News

Govt Jobs 2021: নদিয়া জেলাশাসকের দপ্তরে কর্মী নিয়োগ, ঝটপট আবেদন করুন

আগ্রহী প্রার্থীদের আগামী ২৭ আগস্টের মধ্যে আবেদন করতে হবে।
Posted: 05:36 PM Aug 11, 2021Updated: 04:37 PM Sep 12, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। নদিয়া জেলাশাসকের দপ্তরের (District Magistrate Office, Nadia) তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর এবং ডিস্ট্রিক্ট জিআইএস এক্সপার্ট পদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ২৭ আগস্টের মধ্যে আবেদন করতে হবে।

Advertisement

শিক্ষাগত যোগ্যতা:
সিভিল/অ্যাগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং/এম টেক/এমই/এমএসসি করা থাকলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।

আবেদনকারীর বয়সসীমা:
১ জুলাই, ২০২১ তারিখের ভিত্তিতে ন্যূনতম ২৫ থেকে সর্বোচ্চ ৪৫ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

[আরও পড়ুন: কয়েকটি শর্তপূরণেই মিলতে পারে BSF-এ চাকরি, জেনে নিন খুঁটিনাটি]

বিঃদ্রঃ
প্রার্থীকে অবশ্যই এ রাজ্যের বাসিন্দা হতে হবে।

আবেদনের পদ্ধতি:
cfpnadia2021@gmail.com এই মেল আইডিতে আগ্রহী প্রার্থীকে আবেদন করতে পারেন। কিংবা নদিয়া জেলা পরিষদ দপ্তরের MGNREGA Cell-এর ড্রপ বক্সে আবেদনপত্র জমা দিতে পারেন।

প্রার্থী নির্বাচনের পদ্ধতি:
ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে। ইন্টারভিউর দিনক্ষণ জানতে //nadia.gov.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।

আবেদন সংক্রান্ত যেকোনও তথ্যের জন্য //nadia.gov.in এই ওয়েবসাইটে নজর রাখতে পারেন।

[আরও পড়ুন: দেশ সেবায় ব্রতী হতে চান? Madhyamik পাশেই মিলতে পারে সুযোগ, জেনে নিন বিস্তারিত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement