সুবীর দাস, কল্যাণী: বিশেষভাবে সক্ষম বছর এগারোর নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল বছর ছিয়াত্তরের বৃদ্ধের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার চাকদহে। অভিযুক্ত বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার অভিযুক্তকে কল্যাণী মহকুমা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চেয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চাকদহ ব্লকের তাতলা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা অভিযুক্ত বৃদ্ধের নাম শিবু মালিক। বুধবার ঘটনার দিন ধৃত নাবালিকাকে খাবারের লোভ দেখিয়ে স্থানীয় ইট ভাটার একটি পরিত্যক্ত ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। নাবালিকার চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। হাতেনাতে বৃদ্ধকে ধরে ফেলেন স্থানীয়রা।
এরপর ওই বৃদ্ধকে বেধড়ক মারধর করেন ক্ষিপ্ত জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে চাকদহ থানার পুলিশ। জনতার হাত থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। তারপর গ্রেপ্তার করা হয়। এদিকে নাবালিকার শারীরিক পরীক্ষা করা হয়েছে। সে এখন স্থিতীশীল বলে খবর।
এলাকাবাসীদের অভিযোগ, অভিযুক্ত বৃদ্ধ আগেও এলাকায় একাধিকবার এই ধরনের অপরাধ করছেন। অভিযোগ,তার যৌন লালসার শিকার হয়েছে এলাকার কুকুর, ছাগল-সহ একাধিক গবাদি পশু। অভিযুক্তের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতা নাবালিকার পরিবার ও স্থানীয়রা। পুলিশ পকসো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।