সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘তৃণমূলে নবজোয়ার’ (Trinamoole Naba Jowar) কর্মসূচি নিয়ে এই মুহূর্তে পূর্ব বর্ধমানে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee)। রবিবার তিনি জনসংযোগে গ্রামে গ্রামে যান। আর তাঁকে কাছে পেয়ে এক বৃদ্ধ নিজের সমস্যার কথা বলে কেঁদে ফেললেন। অনেকদিন ধরে তিনি বার্ধক্যভাতা পাচ্ছেন না। এই অভিযোগ করতে গিয়ে তাঁর কণ্ঠ বাষ্পরুদ্ধ হয়ে পড়ে। বৃদ্ধের হাত ধরে তিনি আশ্বাস দেন, যত দ্রুত সম্ভব সমস্যার সমাধান করবেন।
রবিবার দুপুরে রায়নার (Raina) বড়বৈনান মণ্ডলপাড়ায় যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। মূলত গ্রামাঞ্চল এটি। সেখানে তাঁকে কাছে পেয়ে যাবতীয় সমস্যার কথা খুলে বলেন গ্রামবাসীরা। কাগজপত্র দেখিয়ে মহিলারা জানান, তাঁরা ১০০ দিনের কাজের টাকা পাচ্ছেন না। সেসময়ই এক বৃদ্ধ ছুটে আসেন। অভিষেকের সামনে কান্নায় ভেঙে পড়েন তিনি। জানান যে বার্ধক্যভাতা পাচ্ছেন না। তাতে অভিষেক তাঁর হাত ধরে শান্ত করেন। জানান, তিনি সবটা শুনেছেন। চেষ্টা করবেন দ্রুত বার্ধক্যভাতার ব্যবস্থা করে দিতে।
[আরও পড়ুন: দেবভূমি অযোধ্যায় পরাজয় বিজেপির! হিন্দুপ্রধান ওয়ার্ডে বিপুল ভোটে জয়ী নির্দল মুসলিম যুবক]
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে কাছে পেয়ে সকলেই নিজেদের অভাব-অভিযোগের কথা জানান। পানীয় জল-সহ একাধিক সমস্যা রয়েছে বলে জানান। তিনিও সকলের কথা মন দিয়ে শোনেন, প্রশ্ন করে জেনে নেন প্রয়োজনীয় তথ্য। অভিষেক আশ্বাস দেন, সমস্ত সমস্যা নিয়েই সংশ্লিষ্ট মহলে কথা বলবেন। তাতে খানিকটা আশ্বস্ত হন গ্রামবাসীরা। বড়বৈনান মণ্ডলপাড়ার পাশাপাশি আরও দু, একটি গ্রাম ঘোরেন অভিষেক। গ্রামবাসীদের সকলের কাছেই জানতে চান, সরকারি পরিষেবা কী কী পাচ্ছেন, কীসের অভাব রয়েছে। সেসব নোটও করে রাখেন।
[আরও পড়ুন: অলৌকিক কাণ্ড! আচমকা ‘বন্ধ’ হয়ে গেল মনসা দেবীর চোখ, ব্যাপারটা কী?]
পঞ্চায়েত ভোটের আগে দু’মাস ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি নিয়ে জেলায় জেলায় ঘুরছেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়। এই মুহূর্তে তিনি রয়েছেন পূর্ব বর্ধমানে। কখনও রাস্তায় নেমে জনসংযোগ,তো কখনও জনসভা – এভাবেই জনসাধারণের কাছে পৌঁছে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেভাবেই রবিবার দুপুরে রায়নার গ্রামে ঘুরে ঘুরে সকলের সমস্যার কথা শুনেছেন তিনি।