shono
Advertisement

একমাস ধরে বাপেরবাড়িতে স্ত্রী! ফিরিয়ে আনতে গিয়ে কথা কাটাকাটি, বাড়ি ফিরে 'আত্মঘাতী' স্বামী

দেহ নিয়ে শ্বশুরবাড়ির সামনে বিক্ষোভ দেখায় স্থানীয়রা।
Published By: Paramita PaulPosted: 04:04 PM Jan 04, 2025Updated: 04:04 PM Jan 04, 2025

অর্ক দে, বর্ধমান: দাম্পত্য কলহের জেরে বাড়ি ছেড়েছিলেন স্ত্রী। তাঁকে ফিরিয়ে আনতে গিয়েও কথা কাটাকাটিতে জড়ান স্বামী। বাড়ি ফিরে এসে 'অপমানে' আত্মঘাতী হলেন যুবক। শনিবার সকালে নিজের বাড়ি থেকে যুবকের দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য় ছড়িয়েছে বর্ধমানের রায়না থানা এলাকায়। দেহ নিয়ে শ্বশুরবাড়ির সামনে বিক্ষোভ দেখায় স্থানীয়রা।

Advertisement

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সুরেশ মাঝি। বয়স ২১ বছর। বাড়ি পূর্ব বর্ধমানের রায়না থানার বিদ্যানিধি গ্রামে। এদিন সকালে নিজের বাড়ি থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের সদস্যরা তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়ায়। দেহ নিয়ে শ্বশুরবাড়ির সামনে রেখে বিক্ষোভ দেখাতে থাকে প্রতিবেশীরা।

জানা গিয়েছে, নমাস আগে সুরেশের সঙ্গে বিদ্যানিধি গ্রামেরই এক তরুণীর বিয়ে হয়। একমাস আগে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হয়। এরপরই ঘর ছেড়ে বাপেরবাড়ি চলে গিয়েছিলেন তরুণী। পরিবারের দাবি, গতকাল, শুক্রবার স্ত্রীকে ফিরিয়ে আনতে শ্বশুরবাড়ি গিয়েছিলেন সুরেশ। কিন্তু সেখানেও স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। তারপরই নিজের বাড়িতে ফিরে আসেন সুরেশ। এদিন সকালে তাঁর দেহ উদ্ধার হয়। মনে করা হচ্ছে, শ্বশুরবাড়িতে অপমানের জেরেই এই আত্মহত্যা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। তবে এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দাম্পত্য কলহের জেরে বাড়ি ছেড়েছিলেন স্ত্রী।
  • তাঁকে ফিরিয়ে আনতে গিয়েও কথা কাটাকাটিতে জড়ান স্বামী।
  • বাড়ি ফিরে এসে 'অপমানে' আত্মঘাতী হলেন যুবক।
Advertisement