shono
Advertisement

ঘুমের ব্যাঘাত ঘটানোর ‘শাস্তি’, আয়ার নৃশংস অত্যাচারে মৃত্যু বৃদ্ধার

অসহায়তার সুযোগে নৃশংসতার সাক্ষী বাগুইআটি।
Posted: 12:55 PM Sep 23, 2023Updated: 01:02 PM Sep 23, 2023

বিধান নস্কর, বাগুইআটি: অসহায়তার সুযোগ নিয়ে নৃশংসতা। ঘুমে ব্যাঘাত ঘটানোয় বৃদ্ধাকে বেধড়ক মারধর। শেষ পর্যন্ত প্রাণ গেল বৃদ্ধার। প্রকাশ্যে অত্যাচারের সিসিটিভি ফুটেজ। বাগুইআটির অভিজাত আবাসনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য।

Advertisement

গত সাত বছর ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন বৃদ্ধা। শয্যাশায়ী ছিলেন তিনি। তাঁর সন্তানেরা ব্যবসা সূত্রে অন্যত্র থাকেন। তাই বাগুইআটির আবাসনে একাই থাকতেন। তাঁকে দেখভাল করার জন্য ছিলেন দুই আয়া। গত ১১ সেপ্টেম্বর মৃত্যু হয় বছর সত্তরের ওই বৃদ্ধার। ওইদিনই তাঁর আত্মীয়স্বজনেরা শেষকৃত্যও করেন। এরপর গত ১৯ সেপ্টেম্বর বৃদ্ধার ঘরে থাকা সিসিটিভি ফুটেজ দেখেন পরিবারের লোকজন। তা দেখে শিউড়ে ওঠেন সকলে।

[আরও পড়ুন: দিঘা বেড়াতে যেতে দামি গাড়ি না দেওয়ায় খুন! নাগেরবাজারে বৃদ্ধের হত্যার কিনারা করল পুলিশ]

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঘুমে ব্যাঘাত ঘটানোর শাস্তি হিসাবে আয়া সোফিয়া খাতুন বেধড়ক মারধর করছে তাঁকে। চড়, থাপ্পড় দেয় আয়া। দুর্বল শরীর নিয়ে অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ারও চেষ্টা করেন বৃদ্ধা। তবে তা সত্ত্বেও লাভ হয়নি কিছুই। রাতভর অত্যাচারের পর মৃত্যুই হয় তাঁর। তড়িঘড়ি বাগুইআটি থানার দ্বারস্থ হন বৃদ্ধার পরিবারের লোকজন। প্রমাণ হিসাবে ওই সিসিটিভি ফুটেজ থানায় জমা দেওয়া হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ ওই আয়াকে গ্রেপ্তার করেছে। বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসি ঐশ্বর্য সাগর জানান, পুলিশের জেরায় নিজের অপরাধ স্বীকার করেছে সে। জানায়, ঘুমের ব্যাঘাত ঘটায় বৃদ্ধাকে মারধর করে। আর তার জেরেই মৃত্যু হয় বৃদ্ধার।

[আরও পড়ুন: প্রাক্তন সিপিএম সাংসদ তড়িৎবরণ তোপদারের বাড়িতে রাজ চক্রবর্তী, ব্যাপারটা কী?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার