সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত হলেন বিশ্বের প্রবীণতম ব্যক্তি। ১২৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্রাজিলের (Brazil) বাসিন্দা হোসে পাউলিনো গোমেজ। মাত্র এক সপ্তাহ পরেই তাঁর ১২৮তম জন্মদিন ছিল। জানা গিয়েছে, নিজের বাড়িতেই গত শুক্রবার তাঁর মৃত্যু হয়। ১৮৯৫ সালের ৪ আগস্ট জন্ম হয় পাউলিনোর। দু’টি বিশ্বযুদ্ধের পাশাপাশি তিনটি মহামারী দেখেছেন তিনি। সাত সন্তানের পাশাপাশি নিজের চতুর্থ প্রজন্মেরও সাক্ষী থেকেছেন পাউলিনো।
ব্রাজিলের করেগো ডেল কাফেতে দীর্ঘদিন ধরে বসবাস করতেন পাউলিনো। মৃত্যুর চার বছর আগে পর্যন্তও নিয়মিত ঘোড়া চালাতেন তিনি। পশুদের পোষ মানানোর কাজকেই পেশা হিসাবে বেছে নিয়েছিলেন। বয়স হয়ে গেলেও পশুদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করতেন। এছাড়াও স্থানীয়ভাবে উৎপাদিত খাদ্যবস্তু খেয়েই দিন কাটাতেন পাউলিনো। মাঝে মাঝে মদ্যপানেরও অভ্যাস ছিল। ১৯১৭ সালে তাঁর বিয়ে হয়। সেই সার্টিফিকেট থেকেই পাউলিনোর বয়সের প্রমাণ মেলে।
[আরও পড়ুন: নিরাপত্তা নিয়ে প্রশ্ন, দু’দিনের মধ্যে সরিয়ে দেওয়া হল টুইটারের বিশাল X লোগো]
হোসের পরিবার সূত্রে জানা গিয়েছে, শেষ দিকে তাঁর একাধিক অঙ্গ বিকল হয়ে গিয়েছিল। বয়সজনিত অসুস্থতার কারণেই মৃত্যু হয় পাউলিনোর। তবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে বিশ্বের প্রবীণতম ব্যক্তি হিসাবে তাঁর নাম উল্লেখ করা নেই। এর আগে সবচেয়ে বেশি বয়স পর্যন্ত বেঁচে থাকার রেকর্ড ছিল ফ্রান্সের জেন ক্যালমেন্টের। ১৯৯৭ সালে ১২২ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। বর্তমানে সবচেয়ে বেশি বয়সি হিসাবে নজির রয়েছে স্পেনের মারিয়া মোরেরার। তাঁর বয়স ১১৫ বছর।
[আরও পড়ুন: মুসেওয়ালা খুনের তদন্তে সাফল্য, আজারবাইজান থেকে মূল চক্রীকে প্রত্যর্পন]