shono
Advertisement

Breaking News

সার্জারি করে মুখের ভোলই পাল্টে ফেলেছেন আয়েশা

ক্লিক করে দেখুন তো চিনতে পারছেন কিনা নায়িকাকে? The post সার্জারি করে মুখের ভোলই পাল্টে ফেলেছেন আয়েশা appeared first on Sangbad Pratidin.
Posted: 09:52 AM Feb 25, 2017Updated: 04:22 AM Feb 25, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর মিষ্টি চেহারার কদর হামেশাই ছিল বলিউডে৷ খোদ সলমন খানের ‘ওয়ান্টেড’ নায়িকা ছিলেন তিনি৷ কিন্তু বিয়ের পর আর সেভাবে ক্যামেরার সামনে আসেননি আয়েশা টাকিয়া৷ হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ ছিলেন বটে, কিন্তু বলিউডের শাটারবাগদের সামনে খুব একটা দেখা যায়নি নায়িকাকে৷

Advertisement

যদি এমন বহুতলের ফাঁদে আটকে যান কখনও!

সম্প্রতি এক ইভেন্টে দেখা মিলল নায়িকার৷ তবে বর্তমান আয়েশা টাকিয়াকে চিনতে পারা বেশ দুষ্কর৷ সৌজন্যে আয়েশার ঠোঁট সার্জারি৷ যার জেরে নায়িকার মুখই বদলে গিয়েছে৷ আর এই বদল দর্শকের চোখের পক্ষে খুব একটা সুখকর যে নয়, তা আপনি এই ছবি দেখলেই বুঝতে পারবেন৷

সোশ্যাল মিডিয়ায় পোশাক নিয়ে কটূক্তির এমনই জবাব দিলেন দিশা

এমনিতে তো মিষ্টিই দেখতে ছিলেন অভিনেত্রী৷ বিয়ের আগে কাজকর্মও বেশ ভালই করতেন৷ ‘ওয়ান্টেড’-এর মতো হিট সিনেমা যেমন তাঁর ঝুলিতে রয়েছে, তেমনই রয়েছে সমালোচকদের প্রশংসা পাওয়া ‘ডোর’-এর মতো ছবি৷ তাহলে এমন ভীমরতি কেন হল নায়িকার? আয়েশার ছবি দেখার পর এই প্রশ্নই তুলেছেন দর্শকরা৷

The post সার্জারি করে মুখের ভোলই পাল্টে ফেলেছেন আয়েশা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement