সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অতিমারীর পরিবর্তিত পরিস্থিতিতে মানুষের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে মাস্ক। রাস্তায় রাস্তায় এখন মাস্কের বিপণি। কেউ নামী দোকানে গিয়ে কেনেন, কেউ রাস্তার পাশের দোকান থেকেই মুখ ঢাকার অস্ত্রটি কিনে ফেলেন। অনেকে আবার ‘ইউজ অ্যান্ড থ্রো’ মাস্কও ব্যবহার করেন। দামের হেরফের তো রয়েইছে। বেশি হলে কত হতে পারে? গুগলে কলকাতার মাস্কের দাম জানতে চাইলে প্রাথমিকভাবে ২৫০ টাকা পর্যন্ত দাম দেখা যায়। তার বেশি হলে মধ্যবিত্ত বড় জোর ৫০০ টাকা পর্যন্ত উঠতে পারেন শখের খাতিরে। কিন্তু ২৬ হাজার টাকার মাস্ক পরবেন কি? আপনি নাই পরতে পারেন। করিনা কাপুর (Kareena Kapoor) পরেন। হ্যাঁ, ২৬ হাজার টাকার মাস্কই পরেন বলিউডের নবাব সইফ আলি খানের (Saif Ali Khan) বেগম।
[আরও পড়ুন: ‘কমিটমেন্ট’ রাখলেন ‘ভাইজান’ সলমন, প্রকাশ্যে ‘রাধে’র ট্রেলার]
ক্রমাগত বাড়ছে করোনা (Corona Virus) আক্রান্তের সংখ্যা। এমন পরিস্থিতিতে মাস্ক পরার পরামর্শ দিয়েছিলেন অনেকেই। ব্যতিক্রম নন করিনা কাপুর (Kareena Kapoor)। সোশ্যাল মিডিয়ায় মাস্ক পরা সেলফি পোস্ট করে সকলকে সতর্ক করেছিলেন নায়িকা। সেই ছবি থেকেই নায়িকার মাস্কের দাম প্রকাশ্যে আসে। যে ব্র্যান্ডের মাস্ক করিনা পরেছেন অনলাইনে তাঁর দাম ৩৫৫ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় তা ২৬ হাজার টাকার বেশি। আবার যে টি-শার্টটি করিনার পরনে রয়েছে। তার দাম প্রায় ১২ হাজার টাকা। অর্থাৎ মাস্কের দাম টি-শার্টের থেকেও বেশি। দু’টি মিলিয়ে মোট ৩৮ হাজার টাকার সামগ্রী রয়েছে করিনা কাপুরের পরনে। তাই নেটদুনিয়ার চর্চার বিষয়বস্তু হয়ে উঠেছেন নায়িকা। তাতে অবশ্য তেমন কোনও হেলদোল নেই নবাবপত্নীর। তিনি আপতত নিজের ফিটনেস চর্চায় মন দিয়েছেন। বাড়িতে থেকেই নিজেকে ফিট রাখার ব্রত নিয়েছেন। সেই ছবি আবার ইনস্টাগ্রামেও শেয়ার করেছেন।