shono
Advertisement

জানেন, মুখমেহন থেকে ছড়াচ্ছে এই মারাত্মক রোগ

OMG! The post জানেন, মুখমেহন থেকে ছড়াচ্ছে এই মারাত্মক রোগ appeared first on Sangbad Pratidin.
Posted: 08:10 PM Jul 08, 2017Updated: 02:42 PM Jul 08, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখমেহন। এক অনাবিল আনন্দের চাবিকাঠি। চরম যৌন উত্তেজনার পারদ চড়ানো এমনই এক অভ্যাসই নাকি বাড়াচ্ছে বিপদ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO-এর গবেষণা অনুযায়ী, মুখমেহন বা ওরাল সেক্স থেকেই ছড়াচ্ছে গনোরিয়ার জীবাণু। যৌনরোগের মধ্যে অন্যতম এই গনোরিয়ার জীবাণু দ্রুত নাকি ছড়িয়ে পড়ছে। তাও আবার দুনিয়া জুড়ে কন্ডোমের ব্যবহার কমার ফলেই এমনটা হচ্ছে।

Advertisement

[জানেন, কেন প্রাক্তন প্রেমিকার সঙ্গে সঙ্গমের স্বপ্ন দেখেন পুরুষরা?]

WHO এমনও জানিয়েছে, গনোরিয়ায় নিত্য নতুন জটিলতার ফলে এই রোগের চিকিৎসা আরও কঠিন হয়ে পড়ছে। বেশ কিছু ক্ষেত্রে চিকিৎসা সম্ভবই হচ্ছে না। অসুরক্ষিত মিলনের ফলে এই সংক্রমণ ছড়ায়। তাই দ্রুত প্রতিরোধ ক্ষমতা লাভ করেছে এই রোগ, কোনও ওযুধেই আর নাকি কাজ হচ্ছে না।

পরিসংখ্যান বলছে, প্রতি বছর ৮ কোটির মতো মানুষ এই রোগে আক্রান্ত হন। এ ফলে বন্ধ্যাত্ব দেখা দিচ্ছে। প্রায় ৭৭টি দেশ থেকে সমীক্ষা চালিয়ে এই সিদ্ধান্তে এসেছে WHO। তথ্যে জানা যাচ্ছে, গনোরিয়ার নিজস্ব অ্যান্টি-বায়োটিক প্রতিরোধ করার ক্ষমতা জন্মে গিয়েছে। অর্থাৎ ওষুধ রোগ নিরাময় করতে ব্যর্থ হচ্ছে। বস্তুত, ওই ৭৭টি দেশই অনুন্নত, গরিব দেশ। ফলে সেখানকার মানুষের চিকিৎসার খরচ জোগানো কঠিন।

[কামসূত্রের এই হরেক চুম্বনের কথা জানেন কি?]

তবে আরও একটি জিনিস জানা গিয়েছে। যা বেশ ভয়ের এবং আশঙ্কারও। ওরাল সেক্সের মাধ্যমে গনোরিয়ার জীবাণু ছড়িয়ে পড়ে জন্মাচ্ছে নয়া রোগ সুপার গনোরিয়া। মার্কিন মুলুকে, লাতিন আমেরিকায় গনোরিয়া বাড়ছে পুরুষদের মধ্যে সমকামের ফলে। কন্ডোমের ব্যবহার কমে যাওয়ায় বেড়েছে এই রোগের প্রকোপ।

The post জানেন, মুখমেহন থেকে ছড়াচ্ছে এই মারাত্মক রোগ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার