সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চারদিনের টানটান উত্তেজনায় ফুটছিল গোটা দেশ। অবশেষে পেনসিলভেনিয়ার ফলাফল সামনে আসতেই স্পষ্ট হয় হিসেবটা। তারপরই নিশ্চিত হয়ে যায় আমেরিকার নতুন প্রেসিডেন্ট হচ্ছেন জো বিডেন (Joe Biden)। উল্লাসে ফেটে পড়তে দেখা যায় তাঁর সমর্থকদের। এত উচ্ছ্বাসের মাঝে সবচেয়ে গভীর মুহূর্তটি তৈরি করলেন সিএনএন-এর সঞ্চালক ভ্যান জোন্স (Van Jones)। ক্যামেরার সামনেই শিশুর মতো কান্নায় ভেঙে পড়তে দেখা গেল তাঁকে।
কৃষ্ণাঙ্গ জোন্সের আনন্দাশ্রু ও আবেগঘন বক্তব্য সকলকেই ছুঁয়ে গিয়েছে। এক অনুষ্ঠানের মাঝেই তিনি জানতে পারেন বিডেনের জয়ের বিষয়টি। তাঁর কথায়, ‘‘এই সকাল থেকে অভিভাবক হওয়া অনেক সহজ হল। সন্তানকে বলা যাবে চরিত্র খুব গুরুত্বপূর্ণ। ভাল মানুষ হওয়া গুরুত্বপূর্ণ।’’ কথা বলতে বলতেই গলা ধরে আসে তাঁর। দেখা যায় রুমাল দিয়ে চোখ মুছে নিচ্ছেন তিনি।
[আরও পড়ুন: ‘প্রতিজ্ঞা করছি, আমি সকলের প্রেসিডেন্ট হব’, বার্তা বিডেনের, নেটদুনিয়ায় হাসির খোরাক ট্রাম্প]
তাঁর কথায় উঠে এসেছে জর্জ ফ্লয়েডের প্রসঙ্গ। কয়েক মাস আগে মিনিসোটায় পুলিশের হাঁটুর চাপে মৃত্যু হয় কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের। তারপরই প্রতিবাদের আগুনে জ্বলে উঠে আমেরিকার প্রায় সবগুলি প্রদেশ। মৃত্যুযন্ত্রণায় ছটফট করতে করতে ফ্লয়েড বলেছিলেন, ‘‘আমি শ্বাস নিতে পারছি না।’’ সেই প্রসঙ্গ তুলে ভ্যান জানাচ্ছেন, ‘‘এটা কেবল জর্জ ফ্লয়েডেরই কথা নয়। এদেশে বহু মানুষ আছেন, যাঁরা মনে করছিলেন তাঁরা শ্বাস নিতে পারছিলেন না। কিছুটা শান্তি পাওয়া আমাদের জন্য খুব বড় ব্যাপার। নতুন করে শুরু করার সুযোগ পাওয়াটাও।’’
জো বিডেন ও কমলা হ্যারিসকে জয়ের শুভেচ্ছা জানিয়ে ভ্যান আরও বলেন, প্রতারণা করা সহজ। কিন্তু এর ফলও মেলে। তাঁর কথায়, ‘‘আজ দেশের জন্য ভাল দিন। যাঁরা হারলেন তাঁদের জন্য আমি দুঃখিত। তাঁদের জন্য এটা ভাল দিন নয়। কিন্তু দেশের অধিকাংশের কাছেই আজ দিনটা ভাল।’’