shono
Advertisement

Breaking News

মেয়ে-ভাইপো দু’জনকেই খুশি করবেন পওয়ার! বিজেপির দিকেও ঝুঁকতে পারে NCP, তুঙ্গে জল্পনা

সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সভাপতি পওয়ারই, জানাল এনসিপি।
Posted: 07:08 PM May 03, 2023Updated: 07:27 PM May 03, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শরদ পওয়ার ইস্তফা দেওয়ার পর তাঁর জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি অর্থাৎ NCP’র ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন, আলোচনা, জল্পনা সবকিছুই তুঙ্গে। একটা মহল থেকে শোনা যাচ্ছে শরদ পওয়ার মেয়ে সুপ্রিয়া সুলে (Supriya Sule) এবং ভাইপো অজিত পওয়ারের মধ্যে ক্ষমতার সমীকরণ মিলিয়ে দিতে চাইছেন। আবার আরেকটা মহল থেকে শোনা যাচ্ছে, শরদ পওয়ার (Sharad Pawar) অজিতকেই দলের দায়িত্ব দেবেন। আর অজিতের নেতৃত্বে ধীরে ধীরে অবস্থান বদলে বিজেপির দিকে ঝুঁকবে এনসিপি (NCP)।

Advertisement

পওয়ারের ইস্তফার পর বুধবার একাধিক শীর্ষ নেতা দেখা করেন পওয়ারের সঙ্গে। মাঝখানে এনসিপির শীর্ষ নেতা ছগন বুজবল একবার দাবি করে বসেন, শরদ-কন্যা সুপ্রিয়া সুলে দলের পরবর্তী সর্বভারতীয় সভাপতির দায়িত্ব পেতে পারেন। আর অজিত পেতে পারেন মহারাষ্ট্রের দায়িত্ব। তিনি বলেন, মহারাষ্ট্র দেখার জন্য অজিত দাদা রয়েছেন। কিন্তু জাতীয় রাজনীতিতে সুপ্রিয়া সুলের মতো অভিজ্ঞ মস্তিস্কের প্রয়োজন।

[আরও পড়ুন: পুতিনের উপর প্রাণঘাতী ড্রোন হামলা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন রুশ প্রেসিডেন্ট]

এরপরই ঠাওর হয়ে যায়, যে সুপ্রিয়া দলের সর্বভারতীয় সভাপতি হতে চলেছেন এবং মহারাষ্ট্রের সভাপতি হতে চলেছেন অজিত পওয়ার (Ajit Pawar) । কিন্তু কিছুক্ষণ বাদেই আবার সেই খবর অস্বীকার করে যান এনসিপির আরেক শীর্ষ নেতা প্রফুল প্যাটেল। তিনি জানিয়ে দেন, এই ধরনের কোনও সিদ্ধান্ত এখনও হয়নি। পওয়ারজি দু’তিন দিন সময় চেয়েছেন সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য। যতদিন না সিদ্ধান্ত হচ্ছে, ততদিন পওয়ারজিই সভাপতি।

[আরও পড়ুন: স্পেনে জন্ম হলেও গ্রামবাংলায় ব্যাপক জনপ্রিয় শাক, জেনে নিন তার সাত-সতেরো]

যদিও মহারাষ্ট্রে কান পাতলে শোনা যাচ্ছে অন্য কথা। রাজনৈতিক মহল মনে করছে, পওয়ার মহারাষ্ট্রের (Maharastra) দায়িত্ব অজিতকেই দিতে চাইছেন। যাতে ধীরে ধীরে কট্টর বিজেপি বিরোধী অবস্থান থেকে সরে এসে গেরুয়া শিবিরের দিকে ঝুঁকে যাওয়া যায়। অজিতের সঙ্গে বিজেপির (BJP) সখ্য কারও অজানা নয়। আরেকটা মহল আবার বলছে, এর কোনওটাই সত্যি নয়। আসলে পওয়ার লোকসভার আগে গোটা দলের রাশ নিজের হাতে রাখতে চাইছেন। অজিত পওয়ার যাতে বেফাঁস কিছু না করে বসে, সেজন্যও এই পদক্ষেপ হতে পারে। এসবের মধ্যেই আবার এনসিপির নেতাকর্মীরা শরদের জন্য প্রাণপাত করছেন। বুধবারও সিদ্ধার্থ আওয়াধ নামের দলের এক নেতা পদত্যাগ করেছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement