-
- ফটো গ্যালারি
- On maghi purnima devotees gathered in gangasagar
মাঘী পূর্ণিমায় গঙ্গাসাগরে জনতার ঢল, স্নান সেরে কপিলমুনির আশ্রমে পুজো দিলেন পুণ্যার্থীরা
নিরাপত্তায় বিশেষ নজর পুলিশের।
Tap to expand
গঙ্গাসাগর মেলার একমাসও পেরোয়নি। এবার মাঘী পূর্ণিমা উপলক্ষে গঙ্গাসাগরে মানুষের ভিড়। দূরদূরান্ত থেকে জমায়েত করলেন পূন্যার্থীরা।
Tap to expand
শনিবার রাত থেকেই সাগরের বেলাভূমিতে জমতে শুরু করেছিল অসংখ্য মানুষের ভিড়। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে মানুষ-সহ ছিলেন ভিনরাজ্যের বাসিন্দারাও।
Tap to expand
সমুদ্রস্নান সেরে কপিলমুনির মন্দিরে পুজো দিয়ে দর্শনার্থীরা রওনা হন ঘরের পথে।
Tap to expand
পুণ্যার্থীদের নিরাপত্তা এবং সুবিধার জন্য প্রশাসনিক স্তরে নানা ব্যবস্থা নেওয়া হয়। সুন্দরবন জেলা পুলিশ, কাকদ্বীপ মহকুমা এবং সাগর, নামখানা ও কাকদ্বীপ ব্লকের আধিকারিক ও কর্মীরা লট নম্বর ৮, কচুবেড়িয়া, চেমাগুড়ি ও বেনুবন পয়েন্টে নজরদারি চালান।
Tap to expand
বিভিন্ন জায়গায় ছিল বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা। মেলাচত্বরে পুণ্যার্থীদের রাত্রিবাসের জন্য সুন্দরবন উন্নয়ন দপ্তর তৈরি করেছিল ৬ টি অস্থায়ী যাত্রীনিবাস।
Tap to expand
মহিলাদের পোশাক পরিবর্তনের জন্য ছিল অস্থায়ী ছাউনি, মোবাইল বাথরুম।
Published By: Tiyasha SarkarPosted: 08:09 PM Feb 05, 2023Updated: 08:11 PM Feb 05, 2023
নিরাপত্তায় বিশেষ নজর পুলিশের।