সুমিত বিশ্বাস, পুরুলিয়া: কালিম্পংকে হারানোর পর এবার দার্জিলিংয়ের সঙ্গে পাল্লা দিচ্ছে পুরুলিয়ার শীত, হারিয়ে দিল গ্যাংটকেও। বলা যায়, দার্জিলিংয়ের সর্বনিম্ন আর পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় এক। ছুটির রবিবারে পুরুলিয়ার সর্বনিম্ন ছিল ৫.৯ ডিগ্রি সেন্টিগ্রেড। দার্জিলিং ছিল ৫.৬ ডিগ্রি। এদিন গ্যাংটকের সর্বনিম্ন ছিল ৬.৯।
শৈলশহর দার্জিলিংয়ের সঙ্গে পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ৫ ঘরে নেমে যাওয়ায় জঙ্গলমহলের এই জেলা একেবারে জবুথবু। আবহাওয়া দপ্তরের তথ্য বলছে, বড়দিনের ১০ দিন আগে পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা পাঁচের ঘরে নেমে যাওয়ার সাম্প্রতিককালে উদাহরণ নেই। তাই প্রকৃতির সঙ্গে ঠান্ডা উপভোগ করতে বড়দিনের আগে উইকএন্ডেও এই জেলায় ভিড় উপচে পড়ছে। পুরুলিয়ার সব পর্যটন কেন্দ্রের অতিথি আবাস, কটেজ, রিসর্ট হাউস ভর্তি।
এদিন পুরুলিয়ার পাশের জেলা বাঁকুড়ার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৫। এই মরশুমে এই প্রথম বাঁকুড়ার সর্বনিম্ন তাপমাত্রা ১০-এর নীচে নামল। এদিন পুরুলিয়া-বাঁকুড়া দুই জেলাতেই ছিল এই মরশুমের শীতলতম দিন। এদিকে শনিবার রাতে আগুন পোহাতে গিয়ে রবিবার চিকিৎসাধীন অবস্থায় ঝালদায় মৃত্যু হয় এক বৃদ্ধার। তাঁর নাম শান্তিবালা বৈষ্ণব। বাড়ি ঝালদার আনন্দবাজার এলাকায়। ওই বৃদ্ধা হাত-পা গরম করার জন্য আগুন পোহাচ্ছিলেন। সেই সময় অসাবধানবশত ওই বৃদ্ধার চাদর ও শাড়িতে আগুন লেগে যায়। বাড়ির লোকজন দেখতে পেয়ে আগুন নিভিয়ে তাঁকে ঝালদা এক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। রবিবার সেখানেই মৃত্যু হয় তার।
এদিন ছুটির দিনে শীতের রোদ গায়ে মেখে অযোধ্যা পাহাড়, গড়পঞ্চকোটে ভিড় উপচে পড়ে। এদিন রোদ ঝলমলে নীল আকাশ থাকলেও দিনভর ছিল উত্তুরে হাওয়ার দাপট। তাই হাড়হিম করা শীত থেকে বাঁচতে এদিন সকাল-সন্ধ্যা ছাড়া দুপুরেও আগুন পোহানোর ছবি দেখা যায় পুরুলিয়ায়। এদিন সকালের দিকে পুরুলিয়ায় ট্রেনে-বাসে সেভাবে যাত্রী ছিল না। এবার পুরুলিয়া-বাঁকুড়াতে দেরিতে শীত এলেও বড়দিনের আগে যেভাবে কালিম্পঙ ও গ্যাংটককে হারিয়ে দিল পুরুলিয়ার শীত, তাতে সর্বনিম্ন তাপমাত্রা আরও নামবে দিনভর। এই আলোচনা চলে পুরুলিয়ায়। তবে আবহাওয়া দফতর বলছে, মঙ্গলবার পর্যন্ত এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে থাকবে। এদিন পুরুলিয়ায় শৈত্যপ্রবাহের সর্তকতা ছিল। গত শুক্রবার পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৫ ডিগ্রি। ওই দিন কালিম্পংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৫ ডিগ্রি সেন্টিগ্রেড। আর আজ কালিম্পঙে তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস।